May 19, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এই শহরে হাঁটলেই পুরস্কার মেলে বিয়ার!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক বোতল বিয়ার মিলবে শুধুমাত্র সাইকেল চালালেই! ইউরোপের একটি শহরে রয়েছে এই রকমই ব্যবস্থা। ইতালির বোলোগনা শহরে বছর দু’য়েক ধরে চালু রয়েছে এই পরিষেবা। সাইকেল ছাড়া কিছু ক্ষেত্রে গণ পরিবহণ ব্যবহার করলেও মিলতে পারে বিয়ারের বোতল। দূষণের হাত থেকে শহরকে বাঁচাতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। একে বলা হচ্ছে গ্রিন ট্র্যাভেল।

হাঁটলেও মিলতে পারে বিয়ার। আর সেক্ষেত্রে বিয়ারের বোতল এক থেকে বেড়ে হবে দুই। কিছু ক্ষেত্রে সাইকেল চালালে বিয়ার ছাড়া আইসক্রিমও মিলতে পারে। মিলতে পারে সিনেমার টিকিটও। বেইলা মোসা প্রকল্পে দূষণ রুখতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। গাছ লাগানোও বাড়ানো হয়েছে শহরে। নজরদারির জন্য তৈরি করা হয়েছে বিশেষ অ্যাপ। এই ব্যবস্থা প্রথম শুরু করেন মার্কো আমাদোর নামে এক ব্যক্তি। তিনি বলেন, প্রয়োজনে এক সঙ্গে দু’জনও যাতায়াত করা যায় সাইকেল। একে বলে পয়েন্ট কালেকশন। সেক্ষেত্রেও বিয়ারের বোতল এক থেকে দুই হওয়ারও সম্ভাবনা রয়েছে।

১০০ জন স্থানীয় ব্যবসায়ী যোগ গিয়েছেন এই উদ্যোগে। একটা অ্যাপও রয়েছে সাইকেলের দূরত্ব বা হাঁটার দূরত্ব মাপতে। সেই দূরত্বের উপরেই নির্ভর করে পুরস্কার দেওয়া হয়। অ্যাপে ধরা পড়েছে, এক বছরে প্রায় ৩০.৭ লক্ষ কিলোমিটার হেঁটেছেন সেখানকার নাগরিকরা। দিনে চার বার যাতায়াত ‘লগ’ করা যায় অ্যাপে। তবে বছরে মাত্র চার (বিশেষ ক্ষেত্রে ছয়) মাস কাজ করে এই অ্যাপ। অর্থাৎ ওই চার মাস হাঁটার উপরেই মিলবে পুরস্কার।

 

Related Posts

Leave a Reply