May 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

মোবাইলের দাম ১১৮ কোটি টাকা!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মোবাইল সেট এখন সবার হাতে।  কেউ কম দামি আবার কেউ বেশি দামি মোবাইল সেট ব্যবহার করে থাকেন।  তবে সখের বশে অনেকেই বিশ্বের সর্বোচ্চ দামি সেট ব্যবহার করেন।  বিশ্বের সবচেয়ে দামি ১০টি মোবাইল ফোন, যার দাম আকাশছোঁয়া।  জেনে নিই কোনটার দাম কত।
1. iPhone 5 Black Diamond

Price: $15.3 Million
মোবাইলটির দাম একশ’ আঠার কোটি বায়ান্ন লাখ একানব্বই হাজার টাকা
বিশ্বের সবচেয়ে দামি মোবাইল ফোন এটি।  ব্রিটিশ ডিজাইনরি Stuart Hughes এটি ডিজাইন করেছেন।  এতে আছে 26 ক্যারেট ব্ল্যাক ডায়মন্ড। ফোনের পেছনের আংশটি সলিড গোল্ড দ্বারা তৈরি এবং Apple logoটি 53টি ডায়মন্ড দ্বারা সাজানো।  এটির Screen টি Sapphire Glass দ্বারা তৈরি।  এটির হোম বাটনটি 26 ক্যারেট 600 ব্ল্যাখ ডায়মন্ড দিয়ে সাজানো। এতে 135 গ্রাম 24 ক্যারেট স্বর্ণ আছে।

2. iPhone 4 Diamond Rose Edition
Price: $2.5 Million
এটির দাম ঊনিশ কোটি তেত্রিশ লাখ টাকা।  Peter Alosson এটি ডিজাইন করেছেন।  এটিতে আছে 18 ক্যরেট Yellow, white  এবং Rose Gold।  এটির বাটনে আছে আছে 6.6 ক্যারেট ডায়মন্ড।
3. GoldVish Le Million
Price: $1 Million
এটির দাম সাত কোটি তিয়াত্তর লাখ বিশ হাজার টাকা।  এটি ডিজাইন করেছেন Gresso।  এতে 180 গ্রাম পিউর স্বর্ণ দ্বারা তৈরি।  সাথে আছে 200 বছরের পুরাতন African Blackwood এবং  Black diamond।
4. Vertu Signature Cobra
Price: $310,000
এটির দাম দুই কোটি ঊনচল্লিশ লাখ ঊনসত্তর হাজার দুইশ টাকা।
এটি একটি বিলাসবহুল সৌহিন মোবাইল ফোন।  ফ্রান্সের গহনা নির্মতা  Boucheron এটি ডিজাইন করেছেন।  এটিতে আছে একজোড়া cut diamond, white diamond দুইটি পান্না এবং 439 টি  Rubies। কোনো ক্যামেরা নেই এতে।  মাত্র 1MB ইন্টারনাল মেমরি।
5. Sony Ericsson Black Diamond
Price: $176,400
এটির দাম এক কোটি ছত্রিশ লাখ পঁয়ষট্টি হাজার সাতশ’ আট টাকা।
এটি  বিশ্বের ১০তম দামি মোবাইল ফোন।  Peter Aloisson এটির ‍ডিজাইন করেছেন।  এটিতে আছে 18 ক্যারেট হোয়াইট গোল্ড সাথে রুডিয়াম (Rhodium Trim)।  রুডিয়াম ব্যয়বহুল মূল্যবান ধাতু।  গোল্ডের পাশাপাশি এতে আছে 138 টি princes cut এবং  180 টি Brilliant cut ডায়মন্ড।

Related Posts

Leave a Reply