May 21, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

কোহলির ব্যাট আর পান্ডিয়ার বলের দাপটে জয় পেলো ভারত  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ধিনায়ক বিরাট কোহলির ব্যাটিং ও বাঁ-হাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়ার বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে হার এড়ালো ভারত। আজ রবিবার তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে অসিদের ৬ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করলো ভারত ও অস্ট্রেলিয়া। একই সঙ্গে ২০০৮ সালের পর অস্ট্রেলিয়ার কাছে টি-২০ সিরিজ না হারার রেকর্ড ধরে রাখলো ভারত। প্রথম টি-২০ বৃষ্টির কারণে ৪ রানে জিতেছিল অসিরা। এরপর দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে দারুন শুরু করে অসিরা। দুই ওপেনার ডি আর্চি শর্ট ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫১ বলে ৬৮ রান যোগ করেন। ফিঞ্চকে আউট করে অস্ট্রেলিয়া শিবিরে প্রথম আঘাত হানেন ভারতের বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব। ৪টি চারের সঙ্গে ২৩ বলে ২৮ রান করেন ফিঞ্চ। ফিঞ্চের বিদায়ের পরের ওভারেই থেমে যান শর্টও। ভারতের আরেক বাঁ-হাতি স্পিনারে ক্রুনাল পান্ডিয়ার প্রথম শিকার হন তিনি। ৫ টি চারের সাহায্যে ২৯ বলে ৩৩ রান করেন শর্ট। ৭৩ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর মিডল-অর্ডারের দুই ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল ও বেন ম্যাকডারমট বড় ইনিংস খেলতে পারেননি। দু’জনকেই থামিয়েছে পান্ডিয়া। ম্যাক্সওয়েল ১৩ করলেও রানের খাতা খুলতে পারেনিনি ম্যাকডারমট।

৯০ রানে চার উইকেট হারানোর পরও রানের চাকা সচল করার চেষ্টা করেন অস্ট্রেলিয়ার পরের দিকের ব্যাটসম্যানরা। অ্যালেক্স ক্যারি, ক্রিস লিন, মার্কাস স্টোয়িনিস ও নাথান কলটার নাইলের ছোট ছোট ইনিংসে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করতে সক্ষম হয়। ক্যারি ১৯ বলে ২৭, লিন ১০ বলে ১৩, স্টোয়িনিস ১৫ বলে অপরাজিত ২৫ ও নাইল ৭ বলে অপরাজিত ১৩ রান করেন। পান্ডিয়া ৩৬ রানে ৪ উইকেট নেন। এই ভেন্যুতে কোন স্পিনারের এটাই সেরা বোলিং ফিগার।

১৬৫ রানের টার্গেটে খেলতে নেমে ভারতের হয়ে দুরন্ত সূচনা করেন ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। অস্ট্রেলিয়ার বোলারদের উপর চড়াও হন তারা। পঞ্চম ওভারের চতুর্থ বলে ভারত অর্ধশতকের দেখা পায়। তবে ষষ্ঠ ওভারে বিছিন্ন হতে হয় রোহিত ও ধাওয়ানকে। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের বলে লেগ বিফোর হবার আগে ২২ বলে ৪১ রান করেন ধাওয়ান। ৬টি চার ও ২টি ছক্কা দিয়ে নিজের ইনিংসটি সাজান ধাওয়ান। ধাওয়ানের বিদায়ের কিছুক্ষণ পর থামতে হয় রোহিতকেও। অস্ট্রেলিয়ার ডান-হতি লেগ স্পিনার এডাম জাম্পার দুর্দান্ত একে ডেলিভারিতে বোল্ড হন রোহিত। ১টি চার ও ২টি ছক্কায় ১৬ বলে ২৩ রান করেন তিনি।

৬৭ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পরে যায় ভারত। সেখান থেকে জুটি বেধে ভারতকে চাপ মুক্ত করার চেষ্টা করেন অধিনায়ক বিরাট কোহলি ও লোকেশ রাহুল। দেখেশুনে খেলতে থাকেন তারা। পাশাাপাশি তারা রান তোলার গতিও ধরে রাখেন। তবে বড় ইনিংস খেলতে পারেননি রাহুল। ২০ বলে ১৪ রান করে থামতে হয় তাকে। কোহলির সাথে জুটিতে ৪১ রান ছিলো রাহুলের। এরপর ক্রিজে গিয়ে এক বলের বেশি খেলতে পারেননি উইকেটরক্ষক ঋসভ পান্থ। ফলে ১০৮ রানে চতুর্থ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত।

তবে পঞ্চম উইকেট জুটিতে ৩৯ বলে ৬০ রান করে ভারতের জয় নিশ্চিত করেন কোহলি ও দিনেশ কার্তিক। ৪টি চার ও ২টি ছক্কায় ৪১ বলে অপরাজিত ৬১ রান করেন কোহলি। ১টি করে চার ও ছক্কায় ১৮ বলে অপরাজিত ২২ রান করেন কার্তিক। ম্যাচ সেরা হয়েছেন ভারতের পান্ডিয়া ও সিরিজ সেরা হন ধাওয়ান। টি-২০ লড়াই শেষে এবার চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে ৬ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট।

 

Related Posts

Leave a Reply