May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

টি -টেন ক্রিকেটই কি অলিম্পিকের ভবিষ্যৎ ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

০ ওভারের ক্রিকেট তথা টি-টেন ক্রিকেট নিয়ে পক্ষে-বিপক্ষে হচ্ছে নানান আলাপ আলোচনা চলছে। এবার এই আলোচনায় নতুন রসদ জোগালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহিদ আফ্রিদি। তার মতে টি-টেনের মাধ্যমেই অলিম্পিকে ক্রিকেটের জায়গা দেওয়া সম্ভব।

আফ্রিদির মতে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারবে টি-টেন টুর্নামেন্ট। দর্শক আগ্রহকে কাজে লাগিয়ে সহজেই অলিম্পিকে ১০ ওভারের ক্রিকেট অন্তর্ভুক্ত করা যায় বলে মনে করেন আফ্রিদি। তিনি বলেন, ‘আমি মনে করি অলিম্পিকের জন্য টি-টেন ক্রিকেটই আদর্শ। আমার মনে হয় এই ফরম্যাট অলিম্পিকে শুরু করে বিশ্ববাসীকে বোঝানো যাবে ক্রিকেট জিনিসটা আসলে কি। সবাইকে ক্রিকেট সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিতে এটাই যথাযথ ফরম্যাট।’ এর আগে, গত বছর টি-টেন লিগের উদ্বোধনী আসরেও একই কথা বলেছিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগান। তিনি বলেন, টি-টেন লিগটা দেখার জন্যও আনন্দদায়ক।

মরগ্যান বলেন, ‘আমি মনে করি টি-টেন ফরম্যাটটা এমন এক ধরনের ক্রিকেট, যেটা আপনি চাইলেই অলিম্পিকে রাখার প্রস্তাব দিতে পারেন। আপনি টি-টোয়েন্টির দিকে তাকালে দেখবেন সেটা খানিক লম্বা সময়ের। সে তুলনায় টি-টেন আরও অনেক কম সময়েই শেষ হয়।’ মূলত ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেট শুরুর খবর বের হওয়ার পর থেকেই অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির ব্যাপারে সবার সরব প্রতিক্রিয়া দেখা যায়। এমতাবস্থায় আফ্রিদির মন্তব্য আইসিসিকে নতুন করে ভাবাতেও পারে।

এর আগে ১৯০০ সালে প্রথম এবং একবারই অলিম্পিকে দেখা মিলেছে ক্রিকেটের। যেখানে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল গ্রেট ব্রিটেন। আফ্রিদি কিংবা তার মতো অন্যান্য যারা অলিম্পিকে টি-টেন ক্রিকেট দেখতে চায়, তাদের ইচ্ছার প্রতিফলন ঘটলে ১২০ বছর পর ২০২০ সালের টোকিও অলিম্পিকে ক্রিকেট দেখা যেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

 

Related Posts

Leave a Reply