May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা শারীরিক

১৫ সেমি বড় হুঁলের কামড়ে হাসপাতালে হাজারও মানুষ

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মুদ্রসৈকতে জেলিফিশের হামলায় আক্রান্ত কয়েক হাজার মানুষ। অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, গত সপ্তাহের শেষে পর্যটকসহ প্রায় ২,৬০০ জন স্থানীয় বাসিন্দা ব্লুবোটল জেলিফিশে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সকলেই হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, জেলিফিশের হুঁলে অনেকে আহত হয়েছেন ঠিকই। কিন্তু এই ঘটনায় এখনও পর্যন্ত কারও এখনও মৃত্যু হয়নি।কিন্তু সমুদ্রসৈকতে কেন এত জেলিফিশের আনাগোনা ? আবহাওয়াবিদরা জানিয়েছেন, গভীর সমুদ্র উত্তাল হয়ে গেছে। যার জেরে সমুদ্রের গভীর থেকে সৈকতে বেরিয়ে আসছে জেলিফিশ। ক্যুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট এবং সানসাইন কোস্ট এলাকায় জেলিফিশের হামলা ছিল সবথেকে বেশি।  ১৫ সেমি বড় হুঁলের কামড়ে আক্রান্ত হাজারও মানুষ।

Related Posts

Leave a Reply