May 19, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সেরা কলকাতা : জেলে বসে আয় ১৫০ কোটি টাকা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

জেলে বসেই বছরে আয় ১৫০ কোটি টাকা! অবাক করার মতো হলেও ব্যাপারটা সত্যি৷ মোবাইল ব্যবহারে দেশের ফার্স্ট বয় কলকাতার জেলবন্দিরাই৷ বাকি সব কিছুতে পিছনের সারির প্রথম দিকে থাকলেও এ ব্যাপারে দেশের অন্য রাজ্যগুলিকে পিছনে ফেলে শীর্ষ স্থানে মহানগরী। আর এই কৃতিত্বের মালিক এখানকার কারাগারের বন্দিরা বা বিচারাধীন বন্দিরা । কিছুদিন আগেই কলকাতার জেলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে মোট ৩৫০টি মোবাইল। জেলবন্দিদের কাজেই এগুলি ব্যবহার করা হয়েছিল৷

দিল্লির তিহার জেলেও একইরকম তল্লাশিতে মোট ৬৫টি মোবাইল উদ্ধার হয় যা সংখ্যায় কলকাতার জেলের চেয়ে অনেক কম। আর তাতে প্রশ্নের মুখে কলকাতা জেলের নিরাপত্তা। আলিপুর জেলে বন্দি রয়েছে একাধিক কুখ্যাত আসামী, সেখানে এতটা প্রশাসনিক উদাসীনতা কি করে ঘটে তা নিয়েই উঠছে প্রশ্ন। 

কলকাতা সেন্ট্রাল জেলে আছেন সুদীপ্ত সেন। ছিলেন  মদন মিত্র সহ একাধিক হাই প্রোফাইল বন্দিরাও । সাম্প্রতিক তল্লাশিতে দেখা গিয়েছে, এদের মধ্যে অনেকেই মোবাইল ব্যবহার করছে। এর সঙ্গে পুলিশ প্রশাসনেরই একাংশ জড়িয়ে আছে বলে জানাচ্ছেন আর এক অংশের কর্মীরা। জেলে কর্তব্যরত পুলিশদের মাত্র ১ হাজার টাকা ঘুষ দিলেই জুটে যাচ্ছে মোবাইল। আর তা দিয়ে জেলে বসেই অপরাধীরা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। আর এই চিত্রটা দেশের সর্বত্র এক। এর আগে সিআইডি আধিকারিকেরা বহুবার জেল কর্তৃপক্ষকে এব্যাপারে ব্যবস্থা নিতে বললেও কোনও সুরাহা পাওয়া যায়নি। ফলে জেলে বসেও রমরমিয়ে চলছে অপরাধ৷

Related Posts

Leave a Reply