May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

আজ ঝারখন্ড স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি ১১ জন ভারতীয় সেনা !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রাঁচির ঝারখন্ড স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। দুটি ওয়ানডে জিতে ফুরফুরে মেজাজে থাকা বিরাট কোহলিরা আজ এক অভিনব ঘটনা উপহার দিলেন দর্শকদের। আজ ]আর্মি ক্যাপ’ পরে মাঠে নামলেন কোহলিরা।

সেনাবাহিনীর মতোই জলপাই রঙের টুপি বিরাট, বুমরাদের হাতে তুলে দিলেন এম এস ধোনি। প্রশংসনীয় এই উদ্যোগ ধোনির মস্তিস্ক প্রসূত। তাই ম্যাচ শুরুর আগে নিজের হাতেই কোহলি-রোহিতদের আর্মি ক্যাপ তুলে দেন ধোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোনির এই ক্যাপ দেয়ার ভিডিও আপলোড করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভিডিওতে লেখা রয়েছে, ‘কাশ্মীরের পুলওয়ামাতে সন্ত্রাসবাদী  হামলায় নিহত সেনাদের স্মরণে টিম ইন্ডিয়া আজকে আর্মি ক্যাপ পরে খেলবে। এছাড়াও দেশের মানুষকে জাতীয় ফান্ডে অনুদান দিতে অনুপ্রাণিত করাও ভারতীয় দলের লক্ষ্য। যাতে শহীদ পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেওয়া যায়।’

আর্মি ক্যাপে র বিষয়ে অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘এটা একটা বিশেষ ক্যাপ। আমরা এর মাধ্যমে পুলওয়ামাতে হামলার শিকার নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর এবং তাদের পরিবারের পাশের দাঁড়ানোর চেষ্টা করছি। আমি, ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দেশের সবাইকে অনুরোধ করবো যেন সবাই ন্যাশনাল ডিফেন্স ফান্ডের জন্য যথাসাধ্য অনুদান দেন।’

 

Related Posts

Leave a Reply