May 4, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

জানেন, জিন্সের প্যান্টে এই তিনটি বোতাম কেন থাকে?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

চারচরই জিন্স প্যান্ট যুব সমাজের কাছে অতি প্রিয়। এই প্যান্ট মোটা কাপড়ে তৈরী হওয়াতে টিকেও বেশি দিন।

কিন্তু কখনো কি ভেবে দেখেছেন জিন্স প্যান্টের ছোট পকেটের পাশে তিনটি বোতাম কেন দেয়া হয়? আপনি হয়তো বলতে পারেন এই বোতামগুলি নিতান্তই ‘‘অপ্রয়োজনীয়’’।

তবে শুধু আপনার জন্যই ফিরে যেতে যাই ইতিহাসে। জিন্স কারা পরতেন? মূলত শ্রমিক, যাঁদের কায়িক শ্রমের পরিমাণ ছিল বিপুল। কারখানা বা অন্যত্র কাজ

করার সময়ে প্যান্ট হামেশাই ছিঁড়ে যেত। আর বেশিরভাগ ক্ষেত্রেই ছিঁড়ত পকেট বা পকেটের কাছে। অথচ এই পকেট ছিল শ্রমিকদের কাছে মহামূল্যবান বস্তু।

১৮৭৩ সালে এল আমূল পরিবর্তন। লেভি স্ট্রস অ্যান্ড কোম্পানির এক সাধারণ ক্রেতা, পেশায় দর্জি জেকব ডেভিস নিয়ে এলেন সমাধান, যা জিন্‌স-এর ডিজাইনই পুরোপুরি বদলে দিল চিরতরে।

সেলাইয়ের উপরে পকেটের কোণ ঘেঁষে তিনটি তামার বোতাম সেঁটে দেন তিনি। স্রেফ তিনটি ছোট্ট বোতাম বড় সমস্যার চিরকালীন সমাধান এনে দেন। এর পেটেন্ট চেয়েছিলেন জেকব। কিন্তু পর্যাপ্ত অর্থ না-থাকায় তিনি পেটেন্ট পাননি।

তবে ইতিহাস তাঁকে ভোলেনি।

Related Posts

Leave a Reply