May 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

ঘড়ির বারোটা না বাজলে এই ঘড়িতে কখনোই ১২টা বাজে না !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ড়ির বারোটা না বাজলে এই ঘড়িতে কখনোই বারোটা বাজে না। ঠিকই শুনছেন।বিশ্বে এমন একটি ঘড়ি আছে যেটিতে কখনোই ১২টা বাজে না। ঘড়িটি সুইৎজারল্যান্ডের সোলোথার্নে অবস্থিত। শহরটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। পৃথিবীর সব ঘড়িতে যখন ১ থেকে ১২ পর্যন্ত কাঁটা রয়েছে সেখানে এই ঘড়িতে আছে ১১টি কাঁটা।

শুধু ঘড়ি নয়, এই শহরের অনেক কিছুতেই রয়েছে ১১ সংখ্যার আধিক্য।  যেমন এই শহরে রয়েছে ১১টি জাদুঘর, ১১টি গির্জা, ১১১টি ঝর্ণা এবং আরও অনেক কিছু। এই নগরী প্রতিষ্ঠা করেছিলেন ইলভ নামের এক জার্মান। তার নামের সাথে মিল রেখে ইলেভেন (১১) সংখ্যাটি বেছে নেয় তারা।  এর পর থেকেই এই সংখ্যাটি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে তাদের সঙ্গে।

শহরে যখন সেইন্ট আরসু গির্জা নির্মাণ করা হয় তখন গির্জায় ১১টি দরজা, ১১টি জানালা, ১১টি ঘণ্টা, ১১ রকমের পাথর ব্যবহার করা হয়েছিল। মোদ্দা কথা এই শহরবাসীর ১১ সংখ্যাটির প্রতি রয়েছে এক প্রাগৈতিহাসিক দুর্বলতা।

Related Posts

Leave a Reply