May 11, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আঁতকে উঠবেন জেনে, শিশুদের কাশির সিরাপ হিসেবে বিক্রি হতো হেরোইন!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

শিশুদের কাশির সিরাপ হিসেবে বিক্রি হত নিষিদ্ধ ড্রাগ হেরোইন ! ভয়ানক যে নেশার কবলে পড়ে শেষ হয়ে গেছে প্রজন্মের পর প্রজন্ম, তা নাকি একসময়ে আবিষ্কার হয়েছিল শিশুদের সর্দি কাশির উপশমের কাজে।

১৮৭৪ সালে আবিষ্কার হওয়ার পর বহুদিন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও হইচই হয়নি। তারপর ১৯১৪ সাল থেকে অবশ্য চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া দেওয়া হত না এটি। আর ১৯২৪ সালে একে পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়।

নেশার কবলে আজ অনেক যুবকই আক্রান্ত। আর হেরোইনের জন্মলগ্নে মূলত শিশুদের গলায় ঠান্ডা লাগা, মুখে ব্যথা, সর্দি উপশমের জন্য অভিভাবকরা ব্যবহার করতেন এটা। ১৯১২ সাল নাগাদ বিশেষজ্ঞরা প্রথম অনুভব করেন যে প্রাপ্তবয়স্কদের কাশির জন্য এটি ততটা উপকারি নয়। আজকের দিনে দাঁড়িয়ে এই কথা শুনতে অদ্ভুত লাগলেও জানা গেছে একসময়ে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে শিশুদের সর্দিকাশির উপশমে হেরোইন ব্যবহার করার কথা উল্লেখ করত ওষুধ কম্পানিগুলি।

Related Posts

Leave a Reply