May 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

নিজের তোলা ছবিকেই একদিন সবুজে ভরিয়ে দিলেন ফটোগ্রাফার 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্বের একটা বড় অংশ যখন প্রকৃতি ধ্বংসের উৎসবে মেতেছে, তখন ঠিক বিপরীত পথে হাঁটলেন ব্রাজিলিয়ান ফটোগ্রাফার সেবাস্তিয়া সালগাডো এবং তার সহধর্মিনী লিলিয়া সালগাডো। তারা একটি মৃত বনকে জীবন দান করলেন! দেশে ফিরে তিনি হঠাৎই আবিস্কার করেন, তাদের দেশের লিউস রেইনফরেস্টের একটি অংশ যেন মানচিত্র থেকে উধাও হয়ে গেছে! এলাকাটিতে আর কোনো গাছ নেই। যেদিকেই চোখ যায়, কেবল ধু ধু মরুভূমির মতো শূন্যতা। বন্যপ্রাণী তো দূরের কথা, একটি পাখিও দেখা যাচ্ছিল না ওই অঞ্চলে।   

তখনই ওই দম্পতি ঠিক করে ফেলেন তারা এটাকে যেভাবেই হোক আগের অবস্থায় ফিরিয়ে দেবেন। শুরু হয় এক বিরল যুদ্ধ। ৪ মিলিয়নের বেশি বৃক্ষ রোপন করেন তারা। নিয়মিত সেগুলোর পরিচর্যাও করেন। ১৯ বছর পর ২০১৯ সালে সেবাস্তিয়া-লিলিয়ার স্বপ্নের সেই বন এখন সবুজে সবুজে ছেয়ে গেছে। সেখানে এখন ২৯৩ প্রজাতির গাছ রয়েছে। বিচরণ করছে ১৭২ প্রজাতির পাখি, ১৫ প্রজাতির সরীসৃপ, ১৫ প্রজাতির উভয়চর প্রাণী। 

 



 

Related Posts

Leave a Reply