May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মহিলাদের কষ্ট বোঝাতে আজাব সিটেই পুরুষদের খোঁচা  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

পুরুষ যাত্রীরা অনেকেই খেয়াল না করে এ আসনে বসে পড়েছেন। আর বসার পরেই অস্বস্তিকর অনুভূতিতে লাফিয়ে উঠে পড়ছেন। এরপর আশপাশে একটু তাকিয়ে মূল বিষয়টি বুঝতে পারছেন

মেক্সিকো সিটির মেট্রো ট্রেনে সম্প্রতি অদ্ভুত আকৃতির একটি আসন বসানো হয়েছে। এ আসনটিকে অনেকেই অযাচিত, অস্বস্তিকর, অপমানজনক ও বিব্রতকর বলে মনে করছেন।
তবে সে আসনের পাশেই ‘শুধু পুরুষদের জন্য’ শিরোনামে লেখা রয়েছে, ‘এখানে বসা আরামদায়ক হবে না। কিন্তু মহিলারা প্রতিদিন যাত্রাপথে যে যৌন নিপীড়নের শিকার হয় তার তুলনায় এটি কিছুই নয়।’
যাত্রাপথে প্রতিদিন মহিলারা নানাভাবে নিপীড়নের শিকার হন। আর এ নিপীড়নের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে ইউএন ওম্যান ও মেক্সিকো সিটি কর্তৃপক্ষ মেট্রোরেলে এ অস্থায়ী আসন তৈরি করেছে।
এ আসনে প্রতিদিন মহিলাদের যে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়, তাই পুরুষদের নিকট তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। অবশ্য এ আসনের বিরুদ্ধে সমালোচনাও শুরু হয়েছে। অনেকেই একে অশ্লীল হিসেবে দেখছেন। কারণ আসনটিতে একটি পুরুষাঙ্গ ও স্তনের অনুরূপ ভেসে ওঠে। আর এ দৃশ্য সবার দেখার উপযুক্ত নয় বলেই মত দিচ্ছেন তারা।
অনেকে আবার এ আসনের ধারণাটিকে সাধুবাদ দিচ্ছেন। এর মাধ্যমে পুরুষের সচেতনতা তৈরির আশা করছেন তারা।

Related Posts

Leave a Reply