May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সেলফিতে মৃত্যু, রেড এলার্ট ভারতে

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সেলফি। এই মারণ শখ কিভাবে নিস্প্রান প্রাণ কেড়ে নিয়েছে তার ভুরি-ভুরি উদাহরণ রয়েছে বিশ্বজুড়ে। কিন্তু তাবু থামেনি মানুষ।নিজেদের অসচেতনতায় মৃত্যুর মুখে ঢলে পড়া সেলফিপ্রেমীদের সংখ্যা একেবারেই কম নয়। ২০১৮ থেকে চলতি বছরের মে পর্যন্ত দেড় বছরে সারাবিশ্বে সেলফি তুলতে গিয়ে মারা গেছেন ১২০৩ জন। এছাড়া ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বে অন্তত ২৫৯ জন সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন। যা হাঙরের শিকার হয়ে মৃত্যুর চেয়েও অনেক বেশি। 

দুর্ভাগ্যের বিষয় হল সেলফিতে মৃত্যু সবচেয়ে বেশি আমাদের দেশ ভারতে। এখন পর্যন্ত সেই সংখ্যাটা ১৫৯। দুর্ঘটনা রুখতে ভারতের বিভিন্ন জায়গাকে ‘নো সেলফি জোন’ ঘোষণা করা হয়েছে। তবুও থামছে না সেলফি তোলাজনিত দুর্ঘটনা। শুধু মুম্বাইয়েই এ রকম ১৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। ভারতের জার্নাল অব ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ারের রিপোর্টে দেখা যায়, পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে সেলফি আসক্তি বেশি।

সেলফির নেশায় মানুষ এমনই আসক্ত যে, সবার থেকে আলাদা সেলফি টুলটি গিয়ে কখনো চলন্ত ট্রেনের সামনে তো কখনো বহুতল ইমারত থেকে লাফ দিয়েও সেলফি তুলতে পিছপা হন নি।  

তবে ভারতের বাইরে ব্রাজিল, ভিয়েতনাম, জার্মানি, তাইওয়ান, রাশিয়ার মতো দেশেও সেলফির কারণে মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন।

Related Posts

Leave a Reply