May 21, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

সবচেয়ে কম মানুষ মারা যায় স্পেনে, আর সবচেয়ে বেশি বুলগেরিয়ায় 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

স্পেনের নাগরিকদের মৃত্যুর হার সবচেয়ে কম। সম্প্রতি প্রকাশিত হওয়া এক পরিসংখ্যান বলছে, স্পেনে গড়ে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৮২৯ জনের মৃত্যু হয়। স্পেনের পর মৃত্যুর হার কম রয়েছে যথাক্রমে ফ্রান্স (৮৩৮ জন), ইতালি (৮৪৩ জন) ও মাল্টায় (৮৮২ জন)। অপরদিকে ইউরোপে সবচেয়ে বেশি মৃত্যুর হার হলো বুলগেরিয়ায়। দেশটিতে গড়ে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ১,৬০০ জন মৃত্যু বরণ করেন।

গত ১৬ জুলাই ইউরোস্ট্যাট কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করে। এটি ২০১৬ সালের পরিসংখ্যান। ইউরোস্ট্যাট এর তথ্য অনুসারে, ২০১৬ সালে ইউরোপে ৩৬ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে হৃদরোগজনিত কারণে এবং ২৬ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে ক্যান্সারে। ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মানুষের মৃত্যুর প্রধাণ কারণ হিসেবে উঠে এসেছে ‘ক্যান্সার’।

Related Posts

Leave a Reply