May 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জরিমানা দ্বিগুন বাড়িয়ে আজ থেকে নতুন আইন  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

জ, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নয়া মোটর ভিকেল আইন (Motor Vehicles (Amendment) Bill, 2019)। এই নতুন আইনে প্রায় দ্বিগুন করা হয়েছে জরিমানার পরিমাণ। ট্রাফিক ব্যবস্থাকে সুরক্ষিত করতে অনেক বেশি কড়াকড়ি করা হয়েছে নতুন আইনকে। আসুন জেনে নেওয়া যাক  কি সেই আইন …

– নাবালক বা নাবালিকা গাড়ি চালালে শুধু রেজিস্ট্রেশনই বাতিল হবে না একই সঙ্গে জরিমানা হবে ২৫ হাজার টাকা ।

– হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর জরিমানার পরিমাণ হচ্ছে ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত করা হয়েছে। যা আগে ছিল  ১০০ থেকে ৩০০ টাকা। দুই চাকার গাড়িতে দু-জনের বেশি বসলে জরিমানা ১০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।

-‘পলিউশন সার্টিফিকেট’ এর জন্য জরিমানা বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।

– লাইসেন্স সঙ্গে না নিয়ে গাড়ি চালালে জরিমানা ৫০০ টাকা থেকে একলাফে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হয়েছে।

– গাড়ি চালানোর সময় ‘সিট বেল্ট’ না বাঁধলে নতুন আইন অনুযায়ী, ১,০০০ টাকা জরিমানা করা হবে।

– ট্রাফিক সিগন্যাল ভেঙে গাড়ি চালালে এখন ১০০ টাকার নয় গুনতে হবে ১০,০০০ টাকা পর্যন্ত।

Related Posts

Leave a Reply