May 18, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

রাশি রাশি নোট ফেলে বস্তা বস্তা খুচরো পয়সার ডাকাতি চমকে দেয় পুলিশকে

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ব্যাঙ্কের পিছনদিকের জানলার গ্রিল কাটা। দেখেই ব্যাঙ্ক কর্মীরা রীতিমতো চমকে উঠেছিলেন। এর পরই আবিষ্কৃত হল ব্যাঙ্কে ডাকাত পড়েছে।

কিন্তু চমক তখনও বাকি ছিল। দেখা গেল, নোটের বান্ডিলের দিকে তারা তাকিয়েও দেখেনি। অবাক ডাকাতি, রাশি রাশি নোট ফেলে বস্তা বস্তা খুচরো পয়সা নিয়ে পালাল চোর। নিয়ে গিয়েছে কেবল খুচরো পয়সা! তবে খুচরো পয়সার হিসেবে টাকার অঙ্কটা নেহাত কম নয়।

পাঁচ ও দশ টাকার কয়েন মিলিয়ে ২ লক্ষ ৩০ হাজার টাকা। উত্তর দিল্লির মুখার্জি নগরের সিন্ডিকেট ব্যাঙ্কে এমন বিচিত্র ডাকাতি দেখে চমকে যায় পুলিশ। শুরু হয় তদন্ত।

সিসিটিভি ফুটেজে ডাকাতদের খুঁটিয়ে নজর করা হয়। এক ডাকাতের হাতে ছিল ট্যাটু। ব্যাঙ্কের খুব কাছেই রয়েছে বাস ডিপো। সেখানকার এক কর্মীর হাতেও দেখা যায় অনুরূপ ট্যাটু। ব্যাস! এখান থেকেই ঘটনার তদন্ত নতুন মোড় নেয়। শেষ পর্যন্ত দেখা যায়, ওই ব্যাঙ্ক ডাকাতরা প্রত্যেকেই ওই ডিপোতে কাজ করে।

জেরা শুরু করে পুলিশ প্রথমেই জানতে চায়, কেন ওই তিন ডাকাত নোট ফেলে কেবল খুচরো কয়েনের দিকে ঝুঁকল? জানা গিয়েছে এর পিছনে রয়েছে এক বেয়াড়া গুজব। ২০০০ টাকার নোটে মাইক্রো চিপ রয়েছে এই গুজবেই তারা নোট নেয়নি ।

কারণ ওই চিপকে অনুসরণ করে অনায়াসে ট্র্যাক করা যাবে নোটকে। এই জায়গা থেকেই সংশয় শুরু হয়ে যায় ডাকাতদের। নোট ফেলে রেখে কেবল খুচরো ভর্তি ৪৬টি পলিথিন ব্যাগ নিয়ে চম্পট দেয় তারা।

Related Posts

Leave a Reply