May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

চূড়ান্ত বৈষম্যের বিরুদ্ধে জয় পেলো বাংলাদেশের ক্রিকেটাররা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

চূড়ান্ত বৈষম্যের বিরুদ্ধে অবশেষে জিতে গেলো ক্রিকেট। জিতলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের আন্দোলনের সামনে চতুর্থদিন মাথা নোয়াতে বাধ্য হলো বাংলাদেশের ক্রিকেট বোর্ড। মেনে নেওয়া হলো তাদের সমস্ত দাবি। গত সোমবার থেকে ১১ দফা দাবিদাবা নিয়ে আন্দোলন শুরু করেন বাংলাদেশের প্রথম সারির ক্রিকেটাররা। তাদের প্রধান ইস্যু ছিলো, বৈষম্যের। তাদের অভিযোগ সাকিব-তামিমদের চেয়ে কয়েকগুন বেশি টাকা পান তাদের ক্রিকেট বোর্ডের পরিচালকরা।

বাংলাদেশ দল বিদেশ সফরে গেলে, জাতীয় দলের ক্রিকেটাররা প্রতিদিন পারিশ্রমিক পান ৫০ ডলার করে। আর তাদের ক্রিকেট বোর্ডের পরিচালকরা সেখানে পেয়ে থাকেন ৫০০ ডলার। মাঠে নেমে লড়াই করার পরও তাদের প্রতি এই অবিচার মেনে নিতে পারেননি তারা। আগামীকাল শুক্রবার থেকে মাঠে ফিরছেন সাকিবরা। গতকাল রাতে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসে বিসিবি। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ক্রিকেটারদের দাবি মেনে নিয়েছে বিসিবি।

Related Posts

Leave a Reply