May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

রোলার কোস্টার রাইডে দূর হবে  কিডনির পাথর !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

কোস্টারে চড়তে যারা একেবারেই অপছন্দ করেন কিংবা ভয় পান তাদের জন্য একটি সংবাদ রয়েছে, যা শুনলে হয়ত আর জিনিসটির প্রতি আগের মতো দৃষ্টিতে দেখবেন না। এটি হলো, রোলার কোস্টারে চড়লে কিডনির পাথর অপসারিত হতে পারে। এক গবেষণার পর এমনটাই জানা গেছে।
রোলার কোস্টার প্রচণ্ড গতিতে মানুষের দেহকে ওপরে নিয়ে যায় আবার নিচে নিয়ে আসে। আর এ রোলার কোস্টারই মানুষের যে উপকার করতে পারে তা আগে জানা যায়নি। রোলার কোস্টারে চড়লে কিডনির পাথর দূর হতে পারে এমন তথ্য জানা গেছে সাম্প্রতিক এক গবেষণায়। এ বিষয়ে গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত কলেজ অব অস্টেওপ্যাথিক মেডিসিনের গবেষকরা।
গবেষকরা জানিয়েছেন, এ গবেষণাটির জন্য তারা কিডনিসহ মানব দেহের সংলগ্ন অংশগুলোর থ্রিডি মডেল তৈরি করেছিলেন। এরপর তা রোলার কোস্টারের পরিবেশে পরীক্ষা করে সফলতা পাওয়া যায়।
গবেষণাটির ফলাফল গবেষকরা সম্প্রতি একটি গবেষণাপত্রে প্রকাশ করেছেন। এতে গবেষণাপত্রের লেখক ডেভিড ওয়ার্টিংগার জানান, তারা বেশ কয়েক বছর ধরে বিষয়টি নিয়ে অনুসন্ধান করেন। এরপর থ্রিডি মডেলের বাস্তব পরীক্ষাতেও বিষয়টির সফলতা পাওয়া যায়।
বাস্তবে কতখানি কার্যকর এ পদ্ধতি? গবেষকরা বিষয়টি অনুসন্ধানের জন্য থ্রিডি প্রিন্টেড সিলিকন মডেল নিয়ে ওয়াল্ট ডিজনির পার্কে গবেষণা করেন। এতে মানুষের দেহের মতোই ফলাফল পাওয়া সম্ভব বলে তারা জানান।
গবেষকরা জানান, তারা গবেষণার প্রয়োজনে থ্রিডি মডেল নিয়ে ২০ বার স্পেস মাউন্টেইন ও ২০ বার রেলওয়ে রাইডের ওপর পরীক্ষা চালান। এতে দেখা যায়, রোলার কোস্টারে চড়লে প্রচণ্ড ঝাঁকিতে কিডনির পাথর বের হয়ে যাচ্ছে।
রোলার কোস্টারের কোথায় বসতে হবে? এ প্রসঙ্গে গবেষকরা জানান, রোলার কোস্টারের সবশেষ আসনে বসলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া গেছে।
চিকিৎসকরা এখনও কিডনির পাথরের কারণে কাউকে রোলার কোস্টারে চড়ার পরামর্শ দিচ্ছেন না। তবে তারা প্রায়ই রোগীদের শারীরিক নানা অনুশীলনের পরামর্শ দেন। তবে বিষয়টি আরও পরীক্ষা-নিরীক্ষার পর নিরাপদ প্রমাণিত হলে এ পরামর্শও দেওয়া শুরু হতে পারে।
অবশ্য রোগীদের রোলার কোস্টারে চড়ার পরামর্শ দেওয়ার আগে তিনি শারীরিকভাবে এজন্য উপযুক্ত কি না, এ বিষয়টিও বিবেচনা করতে হবে। এছাড়া গর্ভবতী নারী ও বিভিন্ন রোগীদের রোলার কোস্টারে চড়ায় নিষেধাজ্ঞা থাকে। কিডনির পাথর দূর করার ক্ষেত্রে এ বিষয়গুলোও বিবেচনা করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে আমেরিকান অস্টিওপ্যাথিক অ্যাসোসিয়েশনের জার্নালে।

Related Posts

Leave a Reply