May 19, 2024     Select Language
KT Popular অন-এ-প্লেট

যেকোন মিষ্টি ভুলিয়ে দেবে বাদামের হালুয়া

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সামগ্রী : কাজু বাদাম ২ কাপ, ছানা ২ কাপ, চিনি ২ কাপ, এলাচ গুঁড়া সিকি চা চামচ, ঘি আধা কাপ, ময়দা ১ টেবিল চাম, কিসমিস ১ টেবিল চামচ, কাজু ও পেস্তা বাদাম সাজানোর জন্য

পদ্ধতি : প্রথমে কাজু বাদাম হালকা ভেজে তিন-চার ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি থেকে তুলে কাজু বাদাম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর চুলায় একটি কড়াইয়ে ঘি দিয়ে কাজু বাদাম ও ছানা দিয়ে ভাজতে থাকুন এবং চিনি দিন। এরপর দ্রুত নাড়তে থাকুন। এরপর ময়দা, এলাচ গুঁড়া দিন। এরপর হালুয়া হয়ে এলে প্লেটে সাজিয়ে ওপরে কিসমিস, কাজু ও পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Related Posts

Leave a Reply