May 19, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular সফর

ঘুরতে গিয়ে গাইড পছন্দ হলে এক দিনের জন্য বিয়ের নিয়ম আছে এখানে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মস্টারডাম নেদারল্যান্ডের রাজধানী ও অন্যতম প্রধান শহর। সম্প্রতি নতুন এক নিয়ম করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে শহরটি। এজন্য নূন্যতম ১০০ ইউরো দিয়ে নিলামে অংশ নিয়ে বউ জিততে হবে! মাসে একবার এই সুযোগ পাবেন একজন পর্যটক। বছর খানেক আগে এ সুযোগ চালুর পর বেড়ে গেছে পর্যটক।

নতুন নিয়মে এই শহরে আপনি কখনও ঘুরতে গেলে বিয়ে করতে পারবেন এই শহরেরই এক সুন্দরীকে। এক দিনের জন্য। বিয়ের দিনই ওই সুন্দরীর সঙ্গে আপনি সারা শহর ঘুরে দেখতে পারবেন। ছোটোখাটো হানিমুনের মতো।

নিয়মে বলা হয়েছে, জুন থেকে জানুয়ারি মাস পর্যন্ত দর্শনার্থীরা বিয়ে করতে পারবেন এই শহরেরই এক সুন্দরীকে।

আমস্টারডাম বিশ্বের অন্যতম প্রধান বন্দর ও বাণিজ্যকেন্দ্র। শহরটি নেদারল্যান্ডের সাংস্কৃতিক রাজধানী হিসেবে বিবেচিত। পরিবেশ এবং পরিকাঠামোর জন্য জীবনযাপনের মানের বিচারে আমস্টারডামকে দ্বাদশ শ্রেষ্ট শহরের মর্যাদা দেওয়া হয়েছে। বিখ্যাত আমস্টারডাম বাসিন্দাদের মধ্যে রয়েছেন অ্যানে ফ্রাঙ্কের ডায়রি খ্যাত ডায়রিস্ট অ্যানে ফ্রাঙ্ক, শিল্পী রেমব্র্যান্ড্ট ভ্যান রিজান এবং ভিনসেন্ট ভ্যান গঘ এবং দার্শনিক বারুচ স্পিনোজা। আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ, বিশ্বের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আমস্টারডামের প্রধান আকর্ষণের তালিকায় রয়েছে রিজক্সামুয়েসিয়াম, ভ্যান গগ যাদুঘর, স্টেডিলিযক জাদুঘর, হেরিটেজ আমস্টারডাম, অ্যান ফ্রাঙ্ক হাউস, আমস্টারডাম মিউজিয়াম ও রেডলাইট জেলা। শহরটি তার নৈশজীবন এবং উৎসব কার্যকলাপের জন্য সুপরিচিত। রয়েছে কয়েকটি বিখ্যাত নাইটক্লাবও। এটি বিশ্বের সবচেয়ে বহুজাতিক শহরগুলোর মধ্যে অন্যতম, যেখানে কমপক্ষে ১৭৭টি জাতির মানুষের প্রতিনিধিত্ব রয়েছে।

সেই আমস্টারডামই আরও একবার নতুন চমক নিয়ে এল। কিন্তু কেন এই নতুন নিয়ম করা হলো? পর্যটন দপ্তর জানিয়েছে, এই শহরে পর্যটকদের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এই শহরের জনসংখ্যা প্রায় এক লক্ষের কাছাকাছি। আর প্রতি বছর প্রায় ৫ লক্ষ আন্তর্জাতিক পর্যটক আমস্টারডাম ভ্রমণ করেন। এত বেশি সংখ্যক পর্যটকদের আসা যাওয়া শহরের মানুষের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। তাই পর্যটকদের সঙ্গে আমস্টার্ডামবাসীদের সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পর্যটন দপ্তর থেকে।

Related Posts

Leave a Reply