April 28, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

এবারের রাশিয়া বিশ্বকাপ জিতবে জার্মানি ! বলছে গবেষণা 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

সময় যত ঘনিয়ে আসছে রাশিয়া বিশ্বকাপ নিয়ে উন্মাদনা ততই বেড়ে চলেছে। ফেভারিটদের তালিকায় আছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেনসহ বেশ কিছু দেশ। তবে সুইজারল্যান্ড-ভিত্তিক ব্যাংক ইউবিএস -এর দাবি, এবারও বিশ্বকাপ জিতবে জার্মানি।

এই ব্যাপারে মাইকেল বলিজের নামে ব্যাংকটির এক কর্তা জানিয়েছেন, ‘জার্মানি ও ব্রাজিলের শুরুটা হবে সহজ। কিন্তু স্পেনকে শুরুতেই ভালো খেলতে হবে, যদি পর্তুগালকে হারাতে চায়। এরপর স্পেন ও ব্রাজিলের কাজটা কঠিন হয়ে যাবে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মুখোমুখি হতে পারে এ দুই দল।’

প্রতিষ্ঠানটি একটি গবেষণার ফলাফল দেখিয়ে বলছে, জার্মানির শিরোপা জয়ের সম্ভাবনা ২৪ ভাগ। আর ১৯.৮ ভাগ সম্ভাবনা নিয়ে দুইয়ে রয়েছে ব্রাজিল। এছাড়া ১৬.১ ভাগ সম্ভাবনা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন। বিশ্বকাপ বাছাইপর্বের সাফল্য, সবশেষ পাঁচটি নতুন টুর্নামেন্টের সাফল্য, দলীয় পরিসংখ্যান বিচার বিবেচনা করে এই গবেষণার ফল প্রকাশ করা হয়েছে।

 

Related Posts

Leave a Reply