May 20, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular সফর

৫ লক্ষ ১৪০ মেট্রিক টন লেবুই এই উৎসবের প্রাণ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

লেবু মানেই আমাদের কাছে ভিটামিন-সি এর উৎস। জ্বর এসেছে, মুখে রুচি নেই, ভিটামিন-সি এর অভাব সমার আগেই মুখে চলে আসে লেবুর নাম। তবে এটা আমরা কয়জন জানি যে একশ বছরের বেশি সময় ধরে লেবু দিয়ে চলছে একটি দেশের উৎসব। ইটালির টমেটো ফেস্টিভ্যালের কথা তো আমরা সবাই জানি। কিন্তু লেমন ফেস্টিভ্যাল! জি ৫ লক্ষ ১৪০ মেট্রিক টন লেবু দিয়ে বানানো হয় বিভিন্ন মূর্তি, প্রত্যেক বছর নতুন নতুন বিষয় ভাবনায় সেজে ওঠে ফ্রান্সের ‘লেমন ফেস্টিভ্যাল

উৎসব তো অনেক রকমের হয় কিন্তু কোনোদিন কি শুনেছেন লেবু কোনো উৎসবের বিষয়বস্তু হতে পারে?

সত্যিই পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখানে পালিত হয় ‘লেমন ফেস্টিভ্যাল’

=প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে ফ্রান্সে পালিত হয় ‘লেমন ফেস্টিভ্যাল’

প্রত্যেক বছর আলাদা আলাদা বিষয় ভাবনা পরিকল্পনা করা হয় এই ‘লেমন ফেস্টিভ্যাল’-এর জন্য

এই বছর ‘লেমন ফেস্টিভ্যাল’-এর বিষয় ভাবনা ছিল ‘দ্য ফ্যান্টাসটিক ওয়ার্ল্ড’ বা অপূর্ব পৃথিবী

লেবু ও কমলালেবু দিয়ে বানানো হয়েছিল অনেকগুলি মূর্তি

প্রায় ২৫ লক্ষ মানুষ এবছর যোগ দিয়েছিলেন ‘লেমন ফেস্টিভ্যাল’-এ

৩০০ মানুষ মিলে এই সব মূর্তি বানিয়েছেন

৫ লক্ষ ১৪০ মেট্রিক টন লেবু, কমলালেবু ও মৌসুমি ফল দিয়ে বানানো হয়েছে এই সব মূর্তি

১৯৩৪ সালে শুরু হয়েছিল এই উৎসব

৫ থেকে ৩৫ ফুট উচ্চ এই ‘লেমন ফেস্টিভ্যাল’-এর ভাস্কর্যগুলি

গত বছর এই উৎসবের বিষয় ভাবনা ছিল ভারত

গণেশ থেকে শুরু করে ভারতীয় রিক্সা, এসবের মূর্তিতেই সেজে উঠেছিল গত বছরের ‘লেমন ফেস্টিভ্যাল’
মাত্র এক মাসের মধ্যেই তৈরি হয়ে যায় এইসব ভাস্কর্য

‘লেমন ফেস্টিভ্যাল’-এর দৃশ্য সত্যিই সুন্দর

প্রত্যেক বছর ফেব্রুয়ারির ১৭ তারিখ থেকে মার্চের ৪ তারিখ পর্যন্ত চলে এই ‘লেমন ফেস্টিভ্যাল’
‘লেমন ফেস্টিভ্যাল’-এ লেবুর অদ্ভুত ব্যবহার দেখার মতো

Related Posts

Leave a Reply