May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সাপ পাহারা দিলেই সম্পদ দ্বিগুণ!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ল্পে বা চলচ্চিত্রে দেখা যায়, সম্পদ পাহারা দেওয়ার কাজে নিযুক্ত করা হয়েছে বিষধর সাপকে। বাস্তবে সম্পদের সঙ্গে সাপের যোগ থাকার কোনো কথা নেই। কিন্তু কালো টাকা উদ্ধার অভিযানে গিয়ে এই দুইয়ের সম্পর্ক দেখে পুলিশকর্মীদের চক্ষু চড়কগাছ।

বাড়িতে বিষধর সাপ রাখলে না কি সম্পদ দ্বিগুণ হয়ে যাবে! এমনই গালগল্প ফেঁদে লোক ঠকানোর ব্যবসা শুরু করে একদল লোক। তারা সম্পদ বৃদ্ধির লোভ দেখিয়ে ধনী লোকেদের কাছে লক্ষাধিক টাকায় বিক্রি করছে স্যান্ড বোয়া প্রজাতির সাপ।

বেঙ্গালুরুতে পুলিশের হাতে ধরা পড়ে এমনই একটি দল। সাপ সহ এই দলের চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরো তিন জন এই দলে আছে। তারা পলাতক।

আসামিদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর থেকেই সাপ বিক্রি বেড়েছে। কালো টাকার মালিকরাই সাপ কিনছেন। তাদের ধারণা, কালসর্প যোগে সম্পদ বৃদ্ধি পাবে।

আটককৃতরা আরো জানিয়েছে, তারা দাবি করে, শুধু বর্তমান সম্পদ দ্বিগুণ করে দেওয়াই নয়, মাটির তলা থেকেও সম্পদ খুঁজে বার করে দেবে এই সাপ।

এদিকে অসৎ উপায়ে সহজেই সম্পদ বাড়িয়ে নেওয়ার লোভে বহু লোকই লক্ষাধিক টাকা দিয়ে সাপ কিনেছেন। মানুষের কুসংস্কার, অন্ধবিশ্বাস ও লোভের সুযোগ নিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছিল ধৃতরা।

স্যান্ড বোয়া প্রজাতির সাপ দীর্ঘদিন ধরেই ভারত থেকে বিদেশে পাচার হচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সাপের চাহিদা বেশি। মূলত নোট বাতিলের পরই ভারতে এই সাপের চাহিদা বেড়ে গেছে।

Related Posts

Leave a Reply