May 11, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

মোহ ভাঙতে লাগল দু’বছর, শেষে ‘নকল’ গাছেই জল !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ক-দু মাস নয় মোহ ভাঙতে সময় নীল টানা দু’বছর। দু বছর ধরেই স্বযত্নে গাছটিতে জল দিচ্ছিলেন তিনি।গভীর মমতায় জল ঢেলে আসছেন কেলি উইলকস নামের এক মহিলা । অথচ গাছটি যেমন ছিল তেমনই আছে, কোন পরিবর্তন নেই। অবশেষে জানলেন তিনি যে গাছে এতদিন জল ঢালছেন সেটা আসলে ‘নকল’ গাছ!

দীর্ঘদিন কোন পরিবর্তন না হওয়ায় ফুল গাছটিকে কেলি অলৌকিক কোন গাছ ভেবে ধর্মীয় বিশ্বাসে গভীর মমতায় জল দিচ্ছিলেন। এছাড়া গাছটি যাতে সঠিক পরিমাণে সূর্যের আলো পায় সেজন্য পরিচর্যা করেছেন। নিয়মিত পাতা পরিষ্কার করছেন। এমনকি গাছটিতে অন্য কেউ জল দেওয়ার চেষ্টা করলে তিনি কঠোরভাবে সেটা প্রতিহত করতেন।

ফুলের গাছটি তিনি যখন এক পাত্র থেকে আরেক পাত্রে স্থানান্তর করতে যান তখনই ধরা পড়ে যে এটি একটি কৃত্রিম গাছ। দু’বছর ধরে ঠকেছেন তিনি।

কেলি তার ফেসবুক বন্ধুদের বলছিলেন, “আমি সব সময় গাছটির ভালো যত্ন নিতাম। আমি আমার সুন্দর এই ফুল গাছটিকে খুবই পছন্দ করতাম।”

সম্প্রতি, একটি সুন্দর ফুলদানি পাওয়ায় আমি ফুল গাছটিকে সেটাতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেই। কিন্তু যখন এটাকে তার মূল প্লাস্টিকের পাত্র থেকে টেনে তুলতে শুরু করলাম, তখন দেখলাম এটা নকল গাছ। এর নিচে একটি ফোমের ব্লক দিয়ে আটকানো এবং উপরে বালি দিয়ে ভরাট করা।

তিনি বলেছিলেন,আমি সবসময় এটিকে সবচেয়ে ভাল এবং সুন্দর রাখার চেষ্টা করেছি। অথচ দুই বছর পর এখন দেখছি এটা প্লাস্টিকের নকল গাছ। গত দু’বছর ধরে আমি একটা মিথ্যার পেছনে ছুটেছি।

Related Posts

Leave a Reply