May 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মার্কিন সাংবাদিকদের চীন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ বেজিংয়ের 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

মেরিকার বিখ্যাত তিনটি সংবাদপত্র, নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং ওয়াশিংটন পোস্টে কর্মরত মার্কিন সাংবাদিকদের চীন থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে বেজিং। এছাড়াও, ভয়েস অব অ্যামেরিকা এবং টাইম ম্যাগাজিনের কাছে জবাবদিহি তলব করেছে তারা।  চীনের পররাষ্ট্র মন্ত্রকের দাবি, মার্কিন সংবাদমাধ্যমগুলো চীনের গণমাধ্যমকে টার্গেট করে আক্রমণ করছে। যা কিছুতেই মেনে নেবে না তারা।

চীনে কর্মরত মার্কিন সাংবাদিকদের বলা হয়েছে, এই বছর যাদের কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আগামী চারদিনের মধ্যে তাদের সেদেশের ইনফরমেশন ডিপার্টমেন্টে যোগাযোগ করতে বলা হয়েছে।এবং ১০ দিনের মধ্যে অ্যাক্রিডিটেশন কার্ড জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related Posts

Leave a Reply