May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ব্রিটেনে মৃত দেহ মুড়তে এখন বিছানার চাদরই ভরসা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পর এখন বিছানার চাদরই একমাত্র ভরসা ব্রিটেনে। ক্রমশ লাফিয়ে বাড়ছে সেদেশের মৃত্যু মিছিল। আক্রান্ত হয়েছিলেন সেদেশের খোদ প্রধানমন্ত্রীও। এখনও পর্যন্ত সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৪,২৭৯ জন মানুষ। প্রাণ হারিয়েছেন ১০,৬১২ জন। পরিস্থিতি এতটাই জটিল যে, আজ আর লাশ মুড়তে পাওয়া যাচ্ছে না ‘বডি প্যাক’।

বাধ্য হয়ে বিছানার চাদর বা কাপড়ে মুড়ে নিয়ে যেতে হচ্ছে করোনায় মৃত দের লাশ। বডি ব্যাগ সংকটের কথা অস্বীকার করছে না সেদেশের সরকারও। যদিও ইংল্যান্ডের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট জানাচ্ছে, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর পর শরীরে কোনো জীবাণু বেঁচে থাকতে পারে না, তাই বডি প্যাকের কোন দরকার নেই। তা সত্বেও এই সমস্যা নিয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছে সেদেশের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে।

Related Posts

Leave a Reply