April 29, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

লকডাউন চালু ৩ এপ্রিল পর্যন্ত: ২০ এপ্রিলের পর মোদির স্পেশাল ছাড় 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রোনা মোকাবেলার মধ্যেই ২১ দিন পর মোদির স্পেশাল চমক। ৩০ এপ্রিল নয় আগামী ৩ মে পর্যন্ত দেশজুড়ে চলবে লকডাউন। প্রধানমন্ত্রী জানান, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর এটাই উচিত সিদ্ধান্ত বলে মনে হয়েছে। একই সঙ্গে মোদি জানান, এই তৃতীয় ধাপের লকডাউন আরও করা হবে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত করা নজরে থাকবে গোটা দেশ। যে সমস্ত জায়গায় করোনা প্রভাব নিয়ন্ত্রণে থাকবে, সেখানে স্পেশাল কিছু ছাড়ের ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, ভারতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৯৩৫২ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩২৪ জনের। চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯৭৯ জন মানুষ। আজ মঙ্গলবার সকালে জাতির উদ্যেশ্যে ভাষণ দেওয়ার সময় মোদি জানান, লকডাউনের ফলে দেশকে আর্থিক ভাবে অনেক ক্ষতি সইতে হয়েছে, কিন্তু দেশের মানুষের জীবনের কাছে যা কিছুই না। একই সঙ্গে মোদি জানান, কিছু ছাড় থাকলেও সঙ্গে থাকবে কঠোর কিছু শর্ত। যা না মানলেই সেই শিথিলতা উঠিয়ে নেওয়া হবে।

Related Posts

Leave a Reply