May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

লকডাউন শিথিল করে বিপাকে জার্মানী  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কডাউন শিথিল করে বিপাকে জার্মানী। গত ২৪ ঘণ্টায় হঠাৎই নতুন করে ৯৪৫ জন করোনায় আক্রান্ত হন। একদিনেই প্রাণ হারিয়েছেন ৯৪ জন। সেদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬,৫৭৫ জনে। প্রসঙ্গত, গত সোমবার লকডাউন শিথিল করা হয়েছে জার্মানীতে।এরপর গত পাঁচদিনে আশঙ্কাজনক হারে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।সেখানকার যাদুঘর, চিড়িয়াখানা, এবং রেস্তোরাঁগুলো খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরই নতুন করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

পরিস্থিতি বেগতিক দেখে আবারো লকডাউন জারির কথা ভাবছে প্রশাসন। সেদেশের চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল জানান, সংক্রমণ সেভাবে বাড়তে থাকলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। লকডাউনের পরিস্থিতিতে বেহাল অর্থনীতির ধাক্কায় জার্মানীতে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ। লকডাউন শিথিল হওয়ার পরই ঘটছে এই ঘটনা।

Related Posts

Leave a Reply