May 20, 2024     Select Language
KT Popular রোজনামচা

এবার থেকে সম্ভাব্য রোগীর দোরগোড়ায় পৌঁছবে করোনা টেস্টিং বাস 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রোনার বিরুদ্ধে লড়াইয়ে অভিনব উদ্যোগ নিলো দেশের সবচেয়ে বেশি করোনা পজিটিভ রাজ্য মহারাষ্ট্র। আরও বেশি পরিমানে কভিড-১৯ পরীক্ষার কথা মাথায় রেখে এবার খোদ করোনা টেস্টিং ল্যাব নিজেই পৌঁছে যাবে সম্ভাব্য রোগীর দোরগোড়ায়। মুম্বাইয়ের রাস্তায় এবার চলতে দেখা যাবে করোনা টেস্টিং মোবাইল যা।

গতকাল শুক্রবার এই বাসটির উদ্বোধন করা হয়। ওরলির ন্যাশনাল স্পোর্টস ক্লাব থেকে যাত্রা শুরু করে এই বিশেষ করোনা টেস্টিং বাস। এটি আদ্যপান্ত একটি করোনা টেস্টিং ল্যাব। করোনা ভাইরাস পরীক্ষার জন্য অত্যাধুনিক সবরকম সরঞ্জাম রয়েছে এই মোবাইল ল্যাবে। এমনকি প্রয়োজনে এক্স রেও করে নেওয়া যাবে এখানে। প্রয়োজনীয় পরামর্শের জন্য বাসের ভেতরেই রয়েছে একটি ছোট্ট ডক্টরস চেম্বার। মূলত বস্তি এলাকায় ছুটে বেড়াবে এই বাস।

Related Posts

Leave a Reply