May 18, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ফুলে-ফেঁপে উঠতে করোনার নামে ক্ষতিকর ‘ব্লিচ’ বিক্রি করল গির্জা 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
র্থের আগে মানুষের জীবন যে কত ছোট হয় দাঁড়ায় এটা বোধহয় তারই প্রমান। করোনাভাইরাসকে পুঁজি করে অসহায় মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে এক গির্জা।

সাধারণ ‘ব্লিচকে’ করোনামুক্তির ‘অলৌকিক ওষুধ’ বিক্রি করার অপরাধে অস্ট্রেলিয়ার এক গির্জা কর্তৃপক্ষকে ১ লক্ষ ৫১ হাজার ২০০ ডলার জরিমানা করল দেশের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা থেরাপিউটিক গুডস অ্যাডমিনেস্ট্রেশন (টিজিএ)।

অস্ট্রেলিয়ায়  করোনাভাইরাসের থাবা খুব একটা বিস্তৃত হয়নি। তবুও মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে আগাম সতর্কতা অবলম্বন করছেন সেখানকার সাধারণ মানুষ।

আর সেই সুযোগেই জেনেসিস ২ চার্চ অফ হেলথ অ্যান্ড হিলিংয়ের পক্ষ থেকে গত কিছুদিন ধরেই মিরাকল মিনারেল সলিউশন (এমএমএস) নামে একটি পণ্যকে ‘অলৌকিক’ ওষুধ হিসেবে প্রচার চালানো হচ্ছিল।

গির্জা কর্তৃপক্ষের দাবি, ‘অ্যালঝাইমার থেকে ম্যালেরিয়া, সব রোগের নিরাময় করতে পারে ‘এমএমএস’। করোনামুক্তিও ঘটবে।’ গির্জা কর্তৃপক্ষের কথায় বিশ্বাস করে বহু মানুষ সরল বিশ্বাসে ওই ওষুধ কিনেও নেন।

বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসে থেরাপেটিক গুডস অ্যাডমিনেস্ট্রেশন (টিজিএ)। গির্জা কর্তৃপক্ষের কাছে অলৌকিক ওষুধের বৈজ্ঞানিকভিত্তি জানতে চায়। কিন্তু কোনও সদুত্তর না মেলায় জরিমানা করা হয়।

টিজিএ’র এক কর্মকর্তা জানিয়েছেন, গির্জা কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে, তার কারণ, ’মিরাকল মিনারেল সলিউশন’ নামে যে পানীয় বিক্রি করা হচ্ছে তাতে উচ্চ ঘনত্বের সোডিয়াম ক্লোরাইট রয়েছে। মূলত টেক্সটাইল ব্লিচিং এজেন্ট হিসাবে এই রাসায়নিকটি ব্যবহার করা হয়। ওই রাসায়নিক মানবদেহের ক্ষতি করতে পারে। তাছাড়া মিরাকল মিনারেলের কোনও ক্লিনিক্যাল ট্রায়ালের প্রমাণ নেই। বৈজ্ঞানিকভাবে স্বীকৃতও নয়।

Related Posts

Leave a Reply