May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বাস্তব : সারাজীবন করোনাকে বয়েই বেঁচে থাকতে হবে আমাদের 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বিশ্বজুড়ে জোরকদমে চলছে ভ্যাকসিন তৈরির কাজ।ভারতীয় বিজ্ঞানীরাও আপ্রাণ চেষ্টা করে চলেছেন। এরইমধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থা দিল নয়া সতর্কবার্তা।

বিশ্বস্বাস্থ্য সংস্থার বক্তব্য, এবার থেকে করোনা ভাইরাসকে সঙ্গে নিয়েই বেঁচে থাকার উপায় জানতে হবে বিশ্বকে। দুনিয়া ছেড়ে কোনও দিনই যাবেনা কোভিড ১৯। ঠিক ইবোলা বা এইচআইভির মতোই এই ভাইরাস থেকে যাবে বিশ্বে।

হু এর ডিরেক্টর মাইকেল রায়ান জানিয়েছেন,’ এইচআইভির সঙ্গে কীভাবে লড়াই করে মানিয়ে নিয়ে চলতে হবে, তা আমরা শিখেছি। আমাদের বাস্তবকে বুঝতে হবে। আমরা জানিনা কবে এই রোগ আমাদের ছেড়ে যাবে। ..

এই মুহূর্তে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে ভ্যাকসিন আবিষ্কারের দিকে। সেই সূত্র ধরে হু এর ডিরেক্টরের দাবি,’আমরা যদি ভ্যাকসিন পাই, তা সকলকে যদি হাতে তুলে দিতে পারি, তাহলেই একমাত্র করোনাকে ধ্বংস করা যেতে পারে।’  হু এর দাবি, লকডাউনেই সমস্যা যে মিটবে তেমন কোন নিশ্চয়তা নেই। আবার লকডাউন তুললেই যে দ্বিতীয় স্রোত আসবে, তাও নয়।

Related Posts

Leave a Reply