May 10, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

বর্ণ বিদ্বেষ বিরোধীদের জয়: লন্ডন থেকে সরছে ‘ক্রীতদাস ব্যবসায়ী’দের মূর্তি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

র্ণ বিদ্বেষের বিরুদ্ধে ওঠা প্রতিবাদের ঝড় প্রাণ পেলো লন্ডনে। ডকল্যান্ডসের জাদুঘরের বাইরে থেকে বিখ্যাত কৃতদাস ব্যবসায়ী রবার্ট মিলিগানের মূর্তিটি সরিয়ে ফেললেন ওই শহরের মেয়র সাদিক খান। ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার সময় স্থানীয়দের হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায়।

১৭৪৬ সালে স্কটল্যান্ডে জন্ম নেওয়া রবার্ট মিলিগান ছিলেন সেই সময়কার নামকরা কৃতদাস ব্যবসায়ীদের একজন। তার মৃ্ত্যুর পর ১৮১৩ সালে জাদুঘরের সামনে ওই ভাস্কর্য স্থাপন করা হয়। জানা যায়, শুধু মাত্র জ্যামাইকাতেই ৫২৬ জন কৃতদাস পুষেছিলেন মিলিগান নামের এই ধনকুবের। প্রসঙ্গত, রবিবার ব্রিস্টলে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দাস ব্যবসায়ী এডওয়ার্ড কলস্টনের একটি ভাস্কর্য ভেঙে ফেলেন বিক্ষোভকারীরা।

 

Related Posts

Leave a Reply