May 20, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

ইমিউনিটি বুস্ট করবে সরকারের ‘আরোগ্য সন্দেশ’! নাম ‘আরোগ্য’ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বার মিষ্টি বেচবে পশ্চিমবঙ্গ সরকার। বাঙালির রসনার অতি প্রিয় এই বস্তুটিকে নিয়ে এক অভিনব পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এই মিষ্টি নাকি করোনা আবহে মানুষের শরীরের ইমিউনিটি বুস্ট করবে। সরকারের দাবি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এই মিষ্টি। দ্রুতই বাজারজাত হবে এটি। জানা যাচ্ছে, ‘সন্দেশ’ ফর্মেই আপাতত আসরে নামানো হবে তাকে। অভিনব এই মিষ্টির দাম থাকবে মধ্যবিত্তের নাগালের মধ্যেই।

স্বভাবতই সরকারের এই অভিনব উদ্যোগে হাসি ফুটেছে মিষ্টি প্রেমীদের মুখে। জানা গিয়েছে, সুন্দরবনের শুকনো মধুর সাথে বিশুদ্ধ পনির দিয়ে তৈরিকরা হবে এই ‘আরোগ্য সন্দেশ’। কলকাতা এবং সংলগ্ন জেলা গুলির সরকারি দোকানে মিলবে এই মিষ্টি। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা জানান, মধু পীরখালী, ঝাড়খালি এবং সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগ্রহ করা হবে এই মধু।

Related Posts

Leave a Reply