May 21, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

হজে যাওয়ার জমানো টাকা করোনা দুর্গতদের দান করলেন এই ব্যক্তি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

জ। মুসলিম ধর্মাবলম্বীদের কাছে স্বপ্নের তীর্থ। জীবনে অন্তত একবার হজে যাওয়ার বাসনা রাখেন এই বিশেষ ধর্মের মানুষেরা। হজে যাওয়ার ঝক্কিও কম নয়। সরকারি অনুমতির শিকে ছিড়লে তবেই নির্দিষ্ট অর্থের বিনিময়ে হজ পালন করতে যাওয়া যায় সুদূর মক্কায়। বহু গরিব মুসলিম বছরের পর বছর ধরে অর্থ জমাতে থাকেন হজে যাবেন বলে। তেমন করেই অর্থ সঞ্চয় করেছিলেন গুজরাটের সুরাটের বাসিন্দা আরিফ শাহ।

স্ত্রী-সন্তানকে নিয়ে হজ পালনের অনুমতিও দিয়েছিলো সরকার। কিন্তু করোনার কারণে বিদেশিদের জন্য বাতিল করা হয়েছে মক্কা-মদিনা ভ্রমণ। এই পরিস্থিতিতে নিজের জমানো টাকা লকডাউনের ফলে প্রবল অর্থকষ্টের মধ্যে থাকা স্থানীয় মানুষদের মধ্যে। তার এই সিদ্ধান্তের প্রশংসায় পঞ্চমুখ সকল ধর্মের মানুষেরা। আরিফ শাহ জানাচ্ছেন, আল্লাহ এই বছর আমাদের জন্য হজ নসিব করেননি। তাই আমরা ঠিক করি হজের জন্য জমানো টাকা করোনায় বিপর্যস্ত মানুষদের মধ্যে দান করবো।

Related Posts

Leave a Reply