May 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

এই বিশেষ কারণেই নীল রঙের হয় কাপড় কাচার পাউডার!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

পনি যখন ডিটারজেন্ট ব্যবহার করেন তখন কি ভেবেছেন, কেন এইগুলি অধিকংশ নীল রঙের হয়। এখানে প্রকৃত কারণ খুঁজে বের করব, কেন সব ডিটারজেন্ট বা তাদের অধিকাংশই, নীল রঙের হয়। এটি এমন একটি বিষয় আমরা কমই যত্নশীল হই এবং আমরা মনে করি, এটা স্বাভাবিক যে সব ডিটারজেন্ট নীল রঙেরই হয়ে থাকে, তবে কয়েকটি তথ্যগত কারণের জন্য এইগুলি নীল রঙের হয়।

বিপণন কৌশল!
বিজ্ঞাপন সংস্থা এবং মার্কেটিং বিভাগের দ্বারা সম্পন্ন একটি সমীক্ষায় প্রমাণিত হয়েছে যে এই রং ক্রেতাদের মানসিক প্রতিক্রিয়ায় প্রভাব ফেলে।

গোপন তথ্য মার্কেটিং লোকেদের থেকে!
সবচেয়ে বড় গোপন তথ্য হল অবচেতন মনে এই রংগুলি উপলব্ধ করে মানুষ এই ধরণের পণ্য কিনে থাকে। মানুষ জ্ঞাত বা অজ্ঞাতসারে এই সব পণ্য রং বিচার করে হাতে তুলে নেন।

কনজিউমার বিশ্বাস!
আমাদের হাত এবং বাসন পরিষ্কার করবার জন্য সেই সব সাবান ব্যবহার করে থাকি যা আমরা তাজা গন্ধযুক্ত ও প্রাকৃতিক বলে বিশ্বাস করে থাকি। আর তাই, আমরা হয় সবুজ বা নীল রঙের ডিটারজেন্ট মনোনীত করে থাকি।

ব্লু এজেন্ট কী?

বেশিরভাগ ডিটারজেন্টে ব্লুইং এজেন্ট থাকে। এটি হোয়াইটেনার হিসেবে কাজ করে যা জামাকাপড় সাদা বানায়। গ্রাহকরা অনুমান করেন যে তাদের জামাকাপড় পরিষ্কার হয়েছে। আসলে রংটি শুধুমাত্রই একটু হালকা হয়েছে।

ফ্যাক্ট!
সকল সাবান ও ডিটারজেন্টের একই বেস থাকে। তারা একই কাজ করে থাকে। নীল এজেন্টের যোগ, আর কিছুই নয় গ্রাহকদের বোকা বানানোর প্রয়াস।

Related Posts

Leave a Reply