May 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

শ্রীলঙ্কার পরিবেশ বাঁচাতে ভারতের সর্বনাশ 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 

ভারতীয় সর্বনাশই বটে। শ্রীলঙ্কা সরকার তার পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় বিদেশ থেকে প্লাস্টিক পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। শ্রীলঙ্কা সরকারের এই সিদ্ধান্ত ভারতীয় প্লাস্টিক পণ্য রফতানিকারকদের উপর গুরুতর প্রভাব ফেলবে। শ্রীলঙ্কা মূলত ভারত, চীন ও থাইল্যান্ড থেকে এ ধরনের পণ্য আমদানি করে।

পরিবেশমন্ত্রী মাহিন্দা অমরাবিরা পার্লামেন্টে বলেন যে, প্রস্তাবিত আমদানি নিষিদ্ধের বিষয়টি মূলত খেলনা ও গৃহস্থালি সামগ্রীর ক্ষেত্রে। স্থানীয় প্রস্তুতকারকদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা সম্প্রসারিত হতে পারে।

মন্ত্রী বলেন, দেশের বন্যপ্রাণীর উপর ভয়াবহ প্রভাব ফেলছে প্লাস্টিক সামগ্রী। তিনি বলেন, বিশেষ করে হাতি, হরিণ ও অন্যান্য প্রাণীর উপর এর ক্ষতিকর প্রভাব ভয়াবহ। পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা দরকার।

প্লাস্টিক বর্জ্যের কারণে বিপুল সংখ্যক হাতি ও হরিণ মারা যাচ্ছে। মৃত প্রাণীর ময়নাতদন্ত করে দেখা গেছে সেগুলোর উদর প্লাস্টিক বর্জ্যে পূর্ণ।

শ্রীলঙ্কা ২০১৭ সালে খাবার মোড়ানো ও শপিং ব্যাগে ব্যবহারের নন-বায়োডিগ্রেডেবল প্লাস্টিক উৎপাদন ও আমদানি নিষিদ্ধ করে।

কোভিড-১৯ এর কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় দেশটি ইতোমধ্যে অপ্রয়োজনীয় পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

Related Posts

Leave a Reply