May 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

সারা জীবনে মহিলাদের লিপস্টিক খাওয়ার পরিমান জানলে আঁতকে উঠবেন

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

সারা জীবনে ঠিক কতটা লিপস্টিক খান মহিলারা? দুই থেকে তিন রকমের মোম, উল গ্রিজ, পেট্রোলিয়াম— এর কোনওটাই মানুষের খাদ্য নয়। তবু এই বস্তুগুলোকেই নিয়েমিত খেয়ে চলেছেন মহিলারা।

এবং এই নিয়ে তাঁদের কোনও বিশেষ ভ্রুক্ষেপও রয়েছে বলে মনে হয় না। তাঁরা জানেন, তাঁরা অখাদ্য খাচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও এ থেকে নিজেদের সরিয়ে আনতে তাঁরা এতটুকু আগ্রহী নন।

বস্তুটা আর কিছুই নয়— লিপস্টিক। ২০০৪-এর একটি সমীক্ষা জানাচ্ছে, বাজারে লভ্য ২৮ শতাংশ লিপস্টিকেই রয়েছে এমন রাসায়নিক, যা থেকে ক্যানসার হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিভিন্ন ধরনের লিপস্টিকে ব্যবহৃত প্রায় ১০ হাজার রাসায়নিক কিছুতেই মানব শরীরের পক্ষে উপযোগী নয়।

যে মহিলারা সপ্তাহে ৩ দিন লিপস্টিক ব্যবহার করেন, তাঁদের লুপাস নামের এক চর্মরোগের সম্ভাবনা ৪০ শতাংশ বেড়ে যায়।
প্রখ্যাত কসমেটিকস ব্র্যান্ডগুলির তৈরি লিপস্টিক-এও সিসার পরিমাণ অনেক সময়েই বিপদসীমার উপরে থাকে। শুধু ত্বকের মাধ্যমে লিপস্টিক পেটে প্রবেশ করে, এমন নয়। লিপস্টিকের বেশিরভাগটাই উদরস্থ হয় খাওয়া বা পানের সময়ে।
স্বাস্থ্য সচেতন রূপ-বিশেষজ্ঞরা পরামর্শ দেন ন্যচারাল কসমেটিকস ব্যবহার করার। কিন্তু তা কতটা সম্ভব হয়, সন্দেহ রয়েছে।

Related Posts

Leave a Reply