May 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

হেপাটাইটিস সি-তেই বিশ্বজয় ত্রয়ীর 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য চলতি বছর চিকিৎসাশাস্ত্রে যৌথভাবে নোবেল পুরস্কার বিজয়ী হয়েছেন তিনজন বিজ্ঞানী।

তারা হলেন, আমেরিকান হার্ভে জে অলটার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হোওটন।

আজ সোমবার সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে ২০২০ সালে চিকিৎসায় নোবেল পুরস্কারজয়ী ওই তিনজনের নাম ঘোষণা করে নোবেল কমিটি।নোবেল বিজয়ী এই তিনজন দুরারোগ্য হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় সামনে এনেছেন। তারা রক্ত ​​পরীক্ষার মাধ্যমেই এই ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিষ্কার করেছেন, যা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে। ইতিহাসে এই প্রথম হেপাটাইটিস সি ভাইরাস কীভাবে নিরাময় সম্ভব তা জানালেন তারা।

জানা গেছে, মঙ্গলবার পদার্থবিদ্যায়, বুধবার রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার  শান্তিতে এবং আগামী সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে।

এর আগে নোবেল ফাউন্ডেশন জানায়, ডিসেম্বরে নোবেল পুরস্কার দেওয়ার রাজকীয় অনুষ্ঠান বাতিল করা হয়েছে। তবে নোবেলজয়ীরা তাদের নিজ নিজ দেশে বসেই ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে ভার্চুয়াল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

Related Posts

Leave a Reply