May 11, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পদার্থবিজ্ঞানে নোবেল এনে দিলো ‘ব্ল্যাকহোল’

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

দার্থবিজ্ঞানে নোবেল এনে দিলো ‘ব্ল্যাকহোল’। বিশ্বের ওপার বিস্ময়ের এই পদার্থ নিয়েই তাদের গবেষণার জন্য এবছরের নোবেল পুরস্কার জিতে নিলেন— রবার্ট পেনরোজ, রেইনহার্ড গেনজেল এবং আন্দ্রে ঘেজ।আজ স্টকহোমে অনুষ্ঠিত হওয়া এক অনুষ্ঠানে এবছরের পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।

অক্সফোর্ড ইউনিভার্সিটির অধীনে রজার পেনরোজ কৃষ্ণগহবর নিয়ে গবেষণা করেন৷ তিনি দাবি করেন, কৃষ্ণগহবর গঠনের মুলে রয়েছে আপেক্ষিকতার তত্ব৷ এই বিষয়ে উল্যেখযোগ্য অবদানের জন্য পুরস্কারের অর্ধেক অর্থই তার প্রাপ্য৷ বাকি অর্থের অর্ধেক ভাগ করে দেওয়া হবে মূলত তার তথ্যকেই আরও পরিষ্কার করে তুলে ধরা জার্মানির মাক্স প্লাংক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল ফিজিক্সের গবেষক রাইনহার্ড গেনজেল ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দ্রেয়া ঘেজ৷

Related Posts

Leave a Reply