May 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

অর্থনীতিতে নোবেল জয় পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসনের

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
০২০-র অর্থনীতিতে নোবেল পেয়েছেন দুই মার্কিন অর্থনীতিবিদ পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন। আজ সোমবার এ পুরস্কার ঘোষণা করা হয়।
দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, নিলাম তত্ত্বের উন্নয়ন এবং নতুন নিলাম পদ্ধতি আবিষ্কারে অবদান রাখায় তাদের নোবেল দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের এ দুই অর্থনীতিবিদ শুধু নিলাম কীভাবে কাজ করে সেটাই স্পষ্ট করেননি, কেন দরদাতারা নির্দিষ্ট আচরণ করে তারও ব্যাখ্যা দিয়েছেন। পাশাপাশি পণ্য ও সেবার বিক্রিতে তাত্ত্বিকভাবে নিলামের সম্পূর্ণ নতুন পদ্ধতিও আবিষ্কার করেছেন পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন। 

Related Posts

Leave a Reply