June 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দিল্লির রাস্তায় ‘তেল’ বৃষ্টি !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

তুন আপদ উপস্থিত হলো রাজধানী দিল্লির জনজীবনে। এবার দিল্লির রাস্তায় ‘তেল’ বৃষ্টি সেই বিড়ম্বনাকে অনেকটাই বাড়িয়ে তুললো। দিল্লির দূষণ গত কয়েক বছর ধরেই দেশে শীর্ষস্থানের দখল নিয়েছে। যমুনার জলস্তরে ইতিমধ্যেই জমতে শুরু করেছে টক্সিক ফোম। শহর ঢেকেছে ধোঁয়াশায়।

এরই মধ্যে, রবিবার বিকেল থেকেই রাজধানীতে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। এর পর থেকেই দেখা যায় রাস্তাঘাট অদ্ভুত পিচ্ছিল হয়ে গিয়েছে। বাইক নিয়ে রাস্তায় ছিটকে পড়তে দেখা যায়। আতংকিত মানুষের ফোনে রাস্তায় নামে দমকলবাহিনী। দমকল কর্মীরা সত্যিই দিল্লির রাস্তা অসম্ভব পিচ্ছিল হয়ে রয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই দিল্লির আবহাওয়া গুমোট। কালীপুজো উপলক্ষে নির্দেশ অমান্য করেই আতশবাজি পোড়ানোর অভিযোগ উঠেছে সেখানে। যার ফলে দূষণের মাত্রা সীমা ছাড়িয়েছে। বাতাসের ধূলিকণা, গাড়ির ধোয়া থেকে নির্গত তৈলাক্ত পদার্থ বৃষ্টির জলের সঙ্গে মিশে এই পিচ্ছিল পদার্থ সৃষ্টি করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

Leave a Reply