May 20, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

৩০ টাকার খাবার আর জুটবে না সাংসদদের, গুনতে হবে ১০০

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ছিল ৩০, বেড়ে দাঁড়াল ১০০। ভারতের সংসদের ক্যান্টিনে নিরামিষ খাবার এতদিন ৩০ টাকাতেই পেতেন সাংসদরা। কিন্তু নরেন্দ্র মোদি প্রশাসন ভর্তুকি তুলে নেওয়ার ফলে চলতি সপ্তাহ থেকে সংসদের ক্যান্টিনের বিভিন্ন খাবারের দাম বাড়ছে।

এর আগে ২০১৬ সালে সংসদের ক্যান্টিনে খাবারের দাম বাড়ানো হয়েছিল। ওই সময় নিরামিষ খাবারের দাম ১৮ টাকা থেকে বেড়ে হয়েছিল ৩০ টাকা।

আর এবার ৩০ টাকা থেকে বেড়ে নিরামিষ খাবারের দাম হয়েছে একশ টাকা। আমিষ দুপুরের খাবারের বুফের দাম হয়েছে সাতশ টাকা। প্রতিটি রুটি দুই টাকা বাড়িয়ে তিন টাকা করা হয়েছে।

খাসির মাংসের বিরিয়ানি এখন থেকে দেড়শ টাকা। ব্রিটিশ কায়দায় তৈরি সেদ্ধ সবজির প্লেট প্রতি নতুন দাম ধরা হয়েছে ৫০ টাকা।

লোকসভার স্পিকার ওম বিড়লা জানান, উত্তর রেল কর্তৃপক্ষের পরিবর্তে ক্যান্টিন পরিচালনার দায়িত্ব পাবে ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন (আইটিডিসি)।

Related Posts

Leave a Reply