May 10, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আস্ত এয়ারপোর্টটাই নাকি যাতায়াত করবে এখান থেকে সেখানে ! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

স্ত এয়ারপোর্টটাই নাকি যাতায়াত করবে এখান থেকে সেখানে! এমনই বিশ্বয়কর এক এয়ারপোর্ট তৈরির পথে ব্রিটেন। কেনো প্রয়োজন হলো এমন বিমানবন্দরের? জানা যাচ্ছে এখানে মূলত অবতরণ করবে উড়ন্ত গাড়ি। জাপান, রাশিয়া-সহ বিশ্বের বহু দেশ ইতিমধ্যেই বিদ্যুৎচালিত উড়ন্ত গাড়ি তৈরী করতে সক্ষম হয়েছে। প্রয়োজন ছিলো এই গাড়ির জন্য উপযুক্ত প্লাটফর্ম।

ব্রিটেনের স্টার্ট-আপ সংস্থা ‘আরবান এয়ারপোর্ট’ এবারএই ধরনের এয়ারপোর্ট তৈরী করতে সক্ষম হয়েছে। দক্ষিণ কোরিয়ার হুন্ডাই মোটরও তাদের সঙ্গে এই প্রকল্পে সামিল হয়েছে। যার নাম রাখা হয়েছে এয়ার-ওয়ান। এবছরেই ইংল্যান্ডের কভেন্ট্রি শহরে তৈরী হয়ে যাবে সেই এয়ারপোর্ট। এই মোবাইল এয়ারপোর্টের প্রযুক্তিগত নাম ‘ই-ভিটিওএল’।

Related Posts

Leave a Reply