May 21, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

শর্ত লাগান এই দু’টি রহস্যের উত্তর আজও জানেন না

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

হাতের কাছেই এমন কিছু ব্যাপার রয়েছে, যার প্রকৃত উত্তর মানুষের আজও অজানা। এমনই দু’টি রহস্যের কথা এখানে রইল, যার সঠিক উত্তর মানুষ আজও হদিশ করতে পারেনি।

দূর গ্রহান্তরের রহস্য নয়, সমুদ্রের অতল ছেঁচে আনা প্রশ্ন নয়। হাতের কাছেই এমন কিছু ব্যাপার রয়েছে, যার প্রকৃত উত্তর মানুষের আজও অজানা। এমনই দু’টি রহস্যের কথা এখানে রইল, যার সঠিক উত্তর মানুষ আজও হদিশ করতে পারেনি।

• বেড়াল খুশি হলে গরগর করে। কিন্তু ঠিক কখন সে গরগর করবে, তা কেউই জানে না। বিজ্ঞানীরা জনাচ্ছেন, ভোক্যাল কর্ডের কম্পন থেকেই এই আওয়াজ উৎপন্ন হয়। এথেকে তাদের শরীরের ব্যথা-যন্ত্রণা দূর হয়। কিন্তু ব্যথা-যন্ত্রণা না থাকলেও বেড়াল গরগর করে। ঠিক কেন, তা জানা যায় না।

• দ্বিতীয় সমস্যা গরুকে নিয়ে। গুগল আর্থকে কাজে লাগিয়ে বিজ্ঞানীরা লক্ষ লক্ষ গরুকে নজর করে দেখতে পেয়েছেন, ৭০ শতাংশ গরু তাদের মাথা হয় উত্তরে নয়তো দক্ষিণে রেখে ঘাস খায়, জল পান করে। দেশ, ভূগোল, জলবায়ু নির্বিশেষে গরুদের এই আচরণ স্থির থাকে। এই রহস্যেরও সমাধান মানুষের অজানা।

Related Posts

Leave a Reply