May 17, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

টোকিও অলিম্পিকের প্রধান আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই দৈত্যাকার পাপেট 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক্রমেই বিশ্বজুড়ে নতুন করে ভয়াবহ আকার নিচ্ছে করোনা অতিমারী। কোথাও দ্বিতীয় ওয়েভ তো কোথাও চতুর্থ। এই পরিস্থিতিতেও আসন্ন টোকিও অলিম্পিকের প্রায় সমস্ত আয়োজনই সেরে ফেলেছে জাপান। ইতিমধ্যেই সেদেশে দ্রুত ছড়াচ্ছে করোনার চতুর্থ ঢেউ। জানা যাচ্ছে, অলিম্পিক উপলক্ষে একটি প্রায় ৩৩ ফুট উঁচু দৈত্যাকৃতির পাপেট উদ্বোধন করতে চলেছে টোকিও অলিম্পিক কমিটি। প্রসঙ্গত, আগামী ২৩ জুলাই শুরু হতে চলেছে এই ‘গ্রেটেস্ট শো অন আর্থ।’

সূত্রের খবর, ইতিমধ্যেই জাপানের টচিগি শহরে এসে পৌঁছেছে অলিম্পিকের মশাল। বিশালাকার পাপেটটির নাম রাখা হয়েছে ‘মক্কো।’ ২০১১ সালের ভয়াবহ ভূমিকম্প এবং সুনামি অধ্যুষিত অঞ্চলে এই পাপেট প্রদক্ষিণ করবে বলে জানা যাচ্ছে। এই সফরটি নিপ্পন উৎসবের অন্যতম প্রধান অনুষ্ঠান। টোকিও অলিম্পিকের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান (নিপ্পন) এর প্রধান আকর্ষণ হিসেবেই নির্মিত হয়েছে এই পাপেট।

Related Posts

Leave a Reply