May 16, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

মনমোহন সিং-এর পর করোনা লাইনে রাহুল গান্ধীও 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রোনাভাইরাসে আক্রান্ত হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ মঙ্গলবার নিজেই টুইটারে অসুস্থতার খবর জানিয়েছেন রাহুল। গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে সতর্ক থাকতে এবং করোনা-বিধি মেনে চলতে আবেদন জানিয়েছেন রাহুল।

টুইটারে রাহুল জানান, ‘আমার মৃদু উপসর্গ দেখা দেয়। তারপরই পরীক্ষা করালে করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে প্রত্যেকে করোনা-বিধি মেনে চলুন, সতর্ক থাকুন এবং সুরক্ষিত থাকুন।’

এর আগে গতকাল সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনা আক্রান্ত হন। করোনা টিকার দু’টি ডোজই নিয়েছিলেন প্রাক্তন এই প্রধানমন্ত্রী। এর পরও করোনা আক্রান্ত হন তিনি। মনমোহন সিংকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ ভর্তি করা হয়েছে। ৮৮ বছরের বর্ষীয়ান রাজনীতিবিদকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

মনমোহন সিং করোনা আক্রান্ত হয়েছেন শুনে দলমত নির্বিশেষে সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন। রাহুল গান্ধীও মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন। টুইটে রাহুল লিখেছিলেন, ‘প্রিয় ড: মনমোহন সিংজি, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে ভারতের আপনার দিক-নির্দেশনা এবং পরামর্শ দরকার।’

এইমসে চিকিৎসাধীন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইটে লিখেছেন, ‘মনমোহন সিং’জির শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন দিল্লির এইমস AIIMS-এর মেডিক্যাল টিম। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে সর্বোত্তম যত্ন করা হচ্ছে। আমরা সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’

Related Posts

Leave a Reply