April 27, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

একটি মৌমাছির কারণে অবধারিত আউটের হাত থেকে বেঁচে গেলেন অজি ব্যাটসম্যান শন মার্শ 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছিল। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩১তম ওভারে বল হাতে আসেন কেশভ মহারাজ। ব্যক্তিগত ১৫ রানে স্পিনার মাহারাজের বলে এগিয়ে যান অজি ব্যাটসম্যান শন মার্শ। কিন্তু বলটি ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে চলে যায়। শন মহারাজের ডাউন দ্য গ্রাউন্ডের বল মিস করলে নিচু হয়ে সেটা ধরতে গিয়েও ধরতে পারলেন না উইকেটরক্ষক কুইন্টন ডি কক।

তবে প্রোটিয়া উইকেটরক্ষকের এই মিস করার পেছনের করুণটা কিন্তু সত্যিই দু:খজনক। একই সময় তার বাঁহাতে পেশীতে হুল ফোটাতে ব্যস্ত ছিল একটি মৌমাছি। আর তাতেই নিশ্চিত আউট থেকে বেঁচে মাঠে থেকে গেলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শন মার্শ। বেঁচে যাওয়ার পরও অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি মার্শ। আরও এক রান যোগ করে সেই মাহারাজের বলে এবি ডি ভিলিয়ার্সকে ক্যাচ দিয়ে ফায়ার যেতে হয় তাকে।

 

Related Posts

Leave a Reply