May 15, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

চীনের অত্যাচার জনসমক্ষে নিয়ে এসে পুলিৎজার পেলেন ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ইঘুর মুসলিমদের ওপর চীনের অত্যাচার প্রকাশ্যে এনে এবারের পুলিৎজার পুরস্কার জিতে নিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক মেঘা রাজাগোপালান। জানা যাচ্ছে, সাংবাদিক মেঘা রাজাগোপালান আমেরিকার বাজফিড নিউজে কর্মরত। মেঘাকে সহায়তা করার জন্য তাঁর সহকর্মী অ্যালিসন কিং এবং ক্রিস্টো বাসচেককেও এই পুরস্কার প্রদান করা হয়েছে।

উইঘুর সহ মুসলিমদের ওপর নানান অত্যাচারের তথ্য তুলে ধরতে অনুসন্ধানী সাংবাদিকতা শুরু করেন তিনি। তার ওই দুঃসাহসিক সিরিজের মাধ্যমেই প্রথম প্রকাশ্যে আসে চীনের ওই নৃশংসতার কাহিনী। ২০১৭ সালে শিনজিয়াংয়ের এক গোপন বন্দিশিবিরে কয়েক হাজার উইঘুর মুসলমানকে আটকে রাখার খবর পেয়ে মেঘা সেখানে উপস্থিত হয়। অন্যদিকে সেই সময় বন্দিশিবিরের অস্তিত্বই অস্বীকার করে চীন। প্রসঙ্গত, চীন সরকার একসময় মেঘার ভিসা বাতিল করে তাকে দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছিল।

Related Posts

Leave a Reply