May 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শারীরিক

অবশেষে এক বছর পর বাড়ি ফিরল ২১২ গ্রামের কুয়েক

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

ন্মের পরই বিশ্বের সবচেয়ে ‌‌‌‌‌‌‘ক্ষুদে’ শিশুর তকমা পেয়েছিল সে। কিন্তু আর সব শিশুর মতো জন্মের কয়েকদিন পরই বাড়ি ফিরতে পারেনি। এক বছরের বেশি সময় সিঙ্গাপুরের একটি হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে চিকিৎসা নেওয়ার পর অবশেষে বাড়ি ফিরতে পেরেছে কুয়েক ইউ জুয়ান। জন্মের সময় তার ওজন ছিল মাত্র ২১২ গ্রাম অর্থাৎ একটা আপেলের ওজনের সমান।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, জন্মের সময় শিশুটি ছিল মাত্র ২৪ সেন্টিমিটার। ধারণা করা হচ্ছে, জন্মের সময় শিশুদের ওজন এবং দৈর্ঘ্যের উচ্চতায় এখন পর্যন্ত সেই সবচেয়ে ছোট শিশু। সাধারণত মায়ের গর্ভে ৪০ সপ্তাহ থাকার পর একটি শিশুর জন্ম হলেও জুয়ানের জন্ম মাত্র ২৫ সপ্তাহে।

এর আগে বিশ্বের সবচেয়ে ক্ষুদে শিশুর তকমা পেয়েছিল যুক্তরাষ্ট্রের একটি শিশু। ইউনিভার্সিটি অব লোয়ার টিনিয়েস্ট বেবিস রেজিস্ট্রি অনুযায়ী, ২০১৮ সালে জন্ম নেয়া ওই শিশুটির ওজন ছিল ২৪৫ গ্রাম।

জুয়ানের জন্মের আগে তার মায়ের প্রি-একল্যাম্পসিয়া ধরা পড়ে। উচ্চ রক্তচাপের কারণে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রতঙ্গের ক্ষতি হওয়ার আশঙ্কা এবং মা ও শিশুর মারাত্মক ঝুঁকি তৈরি হওয়ায় জরুরি ভিত্তিতে সিজারের মাধ্যমে জুয়ানের জন্ম হয়।

তবে জন্মের সময় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও এখন বেশ ভালোই আছে জুয়ান। এখন তার ওজন ৬ কেজির বেশি (১৪ পাউন্ড)। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল (এনইউএইচ) যেখানে শিশুটি চিকিৎসাধীন ছিল সেখানকার কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা ছিল খুবই কম। তবে সবাইকে অবাক করে দিয়ে সে এখন দিব্যি সুস্থ আছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নানা ধরনের যন্ত্রপাতি এবং বিভিন্ন চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ রাখার চেষ্টা করা হয়। তবে এখনও তার ফুসফুসে কিছু সমস্যা রয়ে গেছে। তবে চিকিৎসকরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে তার অবস্থার আরও উন্নতি ঘটবে।

Related Posts

Leave a Reply