May 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শারীরিক

ঝুলিয়ে বা জলের রেখে পঁচানো হতে পারে এখানে, দান করবেন শরীর !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
পনার দেহকে এখানে ঝুলিয়ে বা জলের নিচে রেখে পঁচানো হতে পারে। বা কবর দিতে পারে। যেভাবেই হোক উদ্যেশ্য হলো পচন পক্রিয়া দেখা। এমন কাজের জন্য দান করবেন নাকি দেহ। ব্রিটেনের ফরেনসিক বিশেষজ্ঞরা ব্রিটেনের প্রথম মৃতদেহের খামারের জন্য দাতা খুঁজছেন, যারা মৃত্যুর আগেই তাদের দেহ ওই খামারে দান করার জন্য অঙ্গীকারাবদ্ধ হবেন।মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতদেহের খামার স্বাভাবিক ব্যাপার হলেও যুক্তরাজ্যে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে।

মৃতদেহের খামারে বিশেষজ্ঞরা মৃতদেহের পচন প্রক্রিয়া নিয়ে গবেষণা করেন। শবকে তারা কবর দিতে পারেন, ঝুলিয়ে রাখতে পারেন আবার জলের নিচেও রাখতে পারেন, যাতে বিভিন্ন পরিস্থিতিতে শরীরের পচন পক্রিয়া অবলোকন করা যায়।

31: Body Disposal | DP Lyle

মূলত অপরাধ বিষয়ক গবেষণা ও তথ্য অনুসন্ধানের জন্য এমন গবেষণা চালানো হয়ে থাকে। বিভিন্ন পরিস্থিতে মৃতদেহের পচন পক্রিয়া জানা থাকলে বাস্তব অপরাধের ক্ষেত্রে মৃতদেহ দেখলেই অপরাধের ধরণ কিংবা কবে ও কীভাবে খুন করা হয়েছে, সে সম্পর্ক ধারণা পাওয়া যায়।

ব্রিটেনের হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়ের নৃতত্ববিদ ড. আনা উইলিয়মস বলেন ‘এ উদ্যোগের ফলে ব্রিটেনের ফরেনসিক বিজ্ঞান আরও উন্নতি করবে।’

ড. আনা ‘হিউম্যান টিস্যুৃ অথরিটি’ নিয়েও কাজ করার চেষ্টা করছেন, ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় যেটিকে তাদের বিবেচনার মধ্যে রেখেছে। তিনি বলেন ‘বিজ্ঞানের উৎকর্ষতাকে কাজে লাগিয়ে আমরা অনেক দিক দিয়েই উন্নতি করতে পারি।’

ড. আনা উইলিয়ামস বলেন ‘এসব কিছু বাস্তবায়িত হলে আমরা একটি দেহ দেখলেই নিশ্চিতভাবে বলতে পারব মানুষটি কখন ও কীভাবে মারা গিয়েছে, পচে যাওয়া মৃতদেহের আঙুলের ছাপ নিয়ে আমরা খুনিকেও সনাক্ত করতে পারব।’বিশ্বে এ পর্যন্ত নয়টি মৃতদেহের খামার আছে যার মধ্যে ৭টি যুক্তরাষ্ট্রে। একটি করে আছে হল্যান্ড ও অষ্ট্রেলিয়ায়।

মৃতদেহের পচন নিয়ে গবেষণার কারণে ইতিমধ্যে অপরাধি সনাক্তকরণে বেশ কয়েকটি ‍উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে।১৯৭০ এর দশকে কুখ্যাত মার্কিন সিরিয়াল কিলার ওয়েনি গেসি অন্তত ৩৩ জনকে খুন করে তার বাড়ির মেঝেতে পুতে রেখেছিলেন। মার্কিন ফরেনসিক বিশেষজ্ঞরা পরে পরীক্ষা করে মৃতদেহের শরীরের গেসির ডিএনএ খুঁজে পেয়েছিলেন।

Related Posts

Leave a Reply